২০০ শব্দের প্রবন্ধ লিখে ৪ লাখ ডলারের বাড়ি ১ ডলারে by কাজী আরিফ আহমেদ
ছিমছাম,
গোছানো একটি বাড়ি কেনার এমন সুবর্ণ সুযোগ বোধ হয় কেউ হাতছাড়া করতে চাইবেন
না। এটা অনেকটা খেলনা বাড়ির দামে একটি আসল বাড়ির মালিক হওয়ার মতো ঘটনা।
কিন্তু, খেলনা বাড়ির পেছনেও তো বেশ কয়েকটা ডলার খরচ করতে হয়।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের প্রায় ৪ লাখ ডলার
মূল্যের একটি বাড়ি বিক্রি হচ্ছে মাত্র ১ ডলারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা
রয়টার্স। শর্ত একটাই। তবে সেটাও এমন কোন শর্ত না যে, সাত সমুদ্র তেরো নদী
পার হয়ে কোন গুপ্তধন আনতে হবে। শর্ত হচ্ছে, ২০০ শব্দের মধ্যে দারুণ একটা
প্রবন্ধ লিখতে হবে। ব্যস! তাহলেই বাড়িটি আপনার। সেই অর্থে পথের ধারে শুয়ে
রাত কাটানো মানুষটির সামনেও রয়েছে সমান সুযোগ। শুধু একটু সাহিত্যবোধের
পরিচয় দিতে হবে। সৃজনশীলতায় মুন্সিয়ানার পরিচয় দিয়েই তিনি হতে পারেন একটি
বাড়ির মালিক। স্বামী-স্ত্রী মাইকেল ও স্টেফানি ওয়াচস তাদের শিশুকন্যার
স্কুলের কাছে একটি বাড়িতে স্থানান্তরিত হচ্ছেন। তাদের পুরনো বাড়িটি যারা
কিনবেন, তাদের কোন মর্টগেজের ঝামেলায় ফেলতে চান না এ দম্পতি। এবার বাড়ি
কেনার বিস্তারিত শর্তে আসা যাক। মাইকেল ও স্টেফানির বেঁধে দেয়া শর্ত হচ্ছে,
তাদের দুই কক্ষবিশিষ্ট ১,০৫৬ বর্গফুট বা ৯৮ বর্গমিটারের ছোট বাড়িটি যারা
কিনতে চান, তাদের ২০০ শব্দের একটি প্রবন্ধের সঙ্গে সুযোগটি গ্রহণের জন্য
১৫০ ডলারের ফি জমা দিতে হবে। এ ধরনের ২,৫০০ ফি জমা হলে, বাড়িটির প্রকৃত
মূল্য ৩ লাখ ৭৫ হাজার ডলার সংগৃহীত হবে। এরই মধ্যে সুযোগটি লুফে নিতে
অনেকেই প্রবন্ধ পাঠানো শুরু করেছেন। গত শুক্রবার সকাল পর্যন্ত ৩০০টি
প্রবন্ধ জমা পড়েছে। তবে সব আবেদনকারী তাদের প্রবন্ধের সঙ্গে অফার ফি পরিশোধ
করেননি। প্রবন্ধ লিখে যিনি বিজয়ী ঘোষিত হবেন, চুক্তি অনুযায়ী তিনি ১ ডলার
মূল্যে বাড়িটি ক্রয় করতে পারবেন এবং বাড়ির কর পরিশোধ করতে হবে তাকে।
মাইকেল ওয়াকস বলেন, এটা কোন প্রতিযোগিতা নয়। ওই দম্পতি তাদের পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের বাড়িটি ক্রয়ের আবেদন না করার অনুরোধ জানিয়েছেন। জুন মাসের মাঝামাঝি পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। এর মধ্যেই চলবে সেরা প্রবন্ধ নির্বাচনের কাজ। আর সেটা করবেন স্বামী-স্ত্রী দু’জনে মিলেই। শেষ পর্যন্ত তারা যদি কোন ক্রেতা নির্বাচনে ব্যর্থ হন, সেক্ষেত্রে সব আবেদনকারীর অফার ফি-বাবদ প্রদত্ত অর্থ ফিরিয়ে দেয়া হবে। মাইকেল ওয়াকস বলছিলেন, আমার স্ত্রী ও আমি সম্ভবত প্রবন্ধ পড়ার কাজটাকে সমানভাবে ভাগ করে নেবো। চূড়ান্ত পর্যায়ে আমরা আমাদের ২০টি করে মোট ৪০টি পছন্দের প্রবন্ধকে একত্রিত করবো। সেখান থেকে সেরা প্রবন্ধ বাছাইয়ের কাজ চলবে।
মাইকেল ওয়াকস বলেন, এটা কোন প্রতিযোগিতা নয়। ওই দম্পতি তাদের পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের বাড়িটি ক্রয়ের আবেদন না করার অনুরোধ জানিয়েছেন। জুন মাসের মাঝামাঝি পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। এর মধ্যেই চলবে সেরা প্রবন্ধ নির্বাচনের কাজ। আর সেটা করবেন স্বামী-স্ত্রী দু’জনে মিলেই। শেষ পর্যন্ত তারা যদি কোন ক্রেতা নির্বাচনে ব্যর্থ হন, সেক্ষেত্রে সব আবেদনকারীর অফার ফি-বাবদ প্রদত্ত অর্থ ফিরিয়ে দেয়া হবে। মাইকেল ওয়াকস বলছিলেন, আমার স্ত্রী ও আমি সম্ভবত প্রবন্ধ পড়ার কাজটাকে সমানভাবে ভাগ করে নেবো। চূড়ান্ত পর্যায়ে আমরা আমাদের ২০টি করে মোট ৪০টি পছন্দের প্রবন্ধকে একত্রিত করবো। সেখান থেকে সেরা প্রবন্ধ বাছাইয়ের কাজ চলবে।
No comments