সিলেটে ২০ দিনে ৫ খুন, উদ্বেগ by ওয়েছ খছরু
ব্লগার অনন্ত বিজয় দাশ খুনের মৃত্যুর পর স্বস্তি নেই সিলেটে। প্রগতিমনাদের প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে মৃত্যু। ইতিমধ্যে প্রকাশ্য সমাবেশেই কয়েকজন ব্লগার ও প্রগতিমনা আশঙ্কার কথা জানিয়েছেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের খুন হচ্ছে পরিবারে। অভাবের তাড়নায় কেউ কেউ গলায় দিচ্ছেন ফাঁস। প্রেমের ছ্যাঁকা খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করছে কেউ। এভাবেই সিলেটে প্রতিনিয়ত আসছে মৃত্যুর খবর। লাশ উদ্ধারেও পুলিশের গলর্দগম অবস্থা। নানা কারণে হচ্ছে মৃত্যু। এসব মৃত্যুতে সিলেটে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। খুনের ঘটনায় ক্ষুব্ধরা মাঠে নেমেছেন আন্দোলনে। তবে, পুলিশ বলছে, এই লাশ উদ্ধারের ঘটনায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটি বলা যাবে না। এর কারণ হিসেবে তারা বলেন, অনেকেরই মৃত্যু হচ্ছে প্রেম, পারিবারিক কিংবা অন্য কারণে। মে মাসে সিলেটে দুটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১২ই মে ঘটে গেল ব্লগার অনন্ত বিজয় দাশ খুনের ঘটনা। এ ঘটনায় শুধু সিলেটই নয় গোটা দেশেও আলোড়ন তুলেছে। প্রতিবাদে সরব হয়ে উঠেছে রাজপথ। আর অপরটি হচ্ছে নগরীর সওদাগরটুলায় স্ত্রীর হাতে তাবলীগ জামায়াতের আমীর খুনের ঘটনা। লোমহর্ষক ও নির্মমভাবে খুন করা হয় ইব্রাহিম আবু খলিল নামের ওই ব্যক্তিকে। পরিসংখ্যানে দেখা গেছে, গত ১লা মে থেকে ২০শে মে পর্যন্ত সিলেটে অনন্ত ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। এতে দুদিনে গড়ে একটি করে লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। ব্লগার অনন্ত বিজয়সহ খুন হয়েছেন ৫ জন ও বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে ৫টি লাশ। ১২ই মে সকালে সিলেটের বনকলাপাড়া নুরানী দিঘীর পাড়ে মুখোশধারী ৪ দুর্বৃত্ত নির্মমভাবে কুপিয়ে খুন করে ব্লগার ও মুক্তমনা লেখক অনন্ত বিজয় দাশকে। খুনের ঘটনার পর পুলিশসহ সরকারের সব কটি বাহিনীর সদস্যরা অনুসন্ধান শুরু করে। ঘটনার প্রায় ১০ দিন হতে চললেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অন্যদিকে, ব্লগার অনন্ত খুনের ঘটনার পর সিলেটজুড়ে আন্দোলন শুরু হয়েছে। প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা খুনিদের গ্রেপ্তার দাবিতে আলটিমেটাম দিয়েছেন। একই সঙ্গে চলছে লাগাতার আন্দোলনও। গতকাল এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নাট্যদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করা হয়। অনন্তের খুনের ঘটনার পর ১৮ই মে নগরীর সওদাগরটুলায় স্ত্রী ফাতেমার হাতে খুন হন স্বামী ইব্রাহিম আবু খলিল। এ ঘটনায় পুলিশের হাতে আটক নিহতের স্ত্রী ফাতেমা মাকশুরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ১৬ই মে শনিবার নগরীর কাস্টঘর সুইপার কলোনিতে মাদকসেবীদের হাতে পরিচ্ছন্নতাকর্মী সিকন্দর লাল খুন হন। নিহতের ভাই বাবুল লাল বাদী হয়ে ৪ মাদকসেবীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এর পরের দিন সন্ধ্যায় কাষ্ঠঘর এলাকায় পলিথিনে মোড়ানো এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। ১০ই মে মহানগরীর দক্ষিণ সুরমায় মাদকসেবনের জের ধরে পারভেজ (২২) নামের এক যুবক খুন হন। এ ঘটনায় তাৎক্ষণিক ২ অপরাধীকে আটক করা হলেও অন্যদের এখনও আটক করা সম্ভব হয়নি। গত ২রা মে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে রমজান মিয়া (১৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় পুলিশ ধারণা করে অভাবের কারণে আত্মহত্যা করেছে সে। ৬ই মে নগরীর হাউজিং এস্টেট এলাকায় আজাদ উদ্দিন মিঠু (২৮) নামের এক যুবক ৬ তলা থেকে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মারা যায়। একই দিনে নগরীর জালালাবাদে বাসার স্টোররুমে তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় প্যাঁচানো অবস্থায় এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি আতিকুর রহমান (৩৮) নামের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ৮ই মে এসএমপির জালালাবাদে স্বপ্না বেগম (৩৫) নামের এক গৃহবধূ সিওমেকে চিকিৎসাধীন অবস্থায় রহসজন্যক মৃত্যু হয়। ১৯শে মে নগরীর হাওয়াপাড়া এলাকায় মরিয়ম বেগম (২৩) নামের এক গৃহকর্মী লাশ উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমতুল্লাহ জানিয়েছেন, ব্লগার অনন্ত বিজয়ের খুনিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, ঘটনার পর পুলিশ তৎপর রয়েছে। তিনি বলেন, সিলেটের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। পারিবারিক কারণে হত্যাসহ অন্যান্য কারণে যারাই খুন হয়েছে পুলিশ মোটিভ উদ্ধারে তৎপর রয়েছে। অনন্তর খুনিদের বিচার দাবিতে আন্দোলন জোরদার করুন: বিজ্ঞানমনস্ক লেখক, তরুণ ব্যাংকার অনন্ত বিজয় হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ পুনরায় আহ্বান জানান। বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ দাবি করেন। গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে দরগা গেটস্থ জেলা জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, অনন্ত বিজয়ের খুনিদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ব্যর্থতার পরিচয় দিলে পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অনন্ত বিজয়ের খুনিরা চিহ্নিত, এদের গ্রেপ্তারে সময়ক্ষেপণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতন দেশবাসীকে শুধু হতবাকই করেনি, আইনের শাসনকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সচেতন দেশবাসী এ অবস্থা মেনে নেবে না। নেতৃবৃন্দ অনন্ত বিজয়ের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চলমান আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে সর্বস্তরের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, জেলা জাসদ সভাপতি হাজী মো. কলন্দর আলী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা, জেলা সম্পাদক ধীরেন সিংহ, গণফোরাম মহানগর সভাপতি অ্যাডভোকেট আনসার খান, জাসদের কেন্দ্রীয় সদস্য, জেলা নারী জোট সভাপতি শামীম আখতার, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা, জেলা সম্পাদক সিকান্দার আলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কে এ কিবরিয়া চৌধুরী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর, জেলা জাসদ নেতা আলাউদ্দিন আহমদ মুক্তা, সিপিবি নেতা খায়রুল ইসলাম, সাম্যবাদী দলের নেতা অধ্যক্ষ ব্রজগোপাল চৌধুরী, জাসদ নেতা সোলেমান আহমদ, আহমদ কিবরিয়া বকুল, হুমায়ুন কবীর প্রমুখ। আজ ও কাল মতবিনিময় সভা: বিজ্ঞানমনস্ক লেখক, তরুণ ব্যাংকার অনন্ত বিজয়ের খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আজ শুক্রবার সিলেট নজরুল একাডেমি মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের সঙ্গে ও আগামীকাল শনিবার, রাত ৮টায়, পৌর বিপণিস্থ জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সিলেটের প্রগতিশীল ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ ও আহ্বান জানানো হয়েছে।
No comments