পুলিশ-র্যাবের জন্য জার্মানির ২০ কুকুর
জার্মানির
শেফার্ড ও ল্যাব্রাডোর জাতের ২০টি কুকুর কিনছে সরকার। এসব কুকুর কিনতে
লাগছে এক কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ প্রতিটি কুকুর কেনার পেছনে ব্যয় হবে
প্রায় সাড়ে নয় লাখ টাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এ ১০টি ও
পুলিশ বাহিনীর ডগ স্কোয়াডে ১০টি কুকুর যোগ হবে। মাদকপাচার ও নিরাপত্তা
রক্ষায় এসব কুকুর ব্যবহার করা হবে। এরই মধ্যে কুকুর কেনার সব প্রক্রিয়া শেষ
হয়েছে। স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান আজমা ইন্টারন্যাশনাল এসব কুকুর
সরবরাহের কাজ পেয়েছে। এরই মধ্যে র্যাবের ১০টি কুকুর কেনার জন্য কার্যাদেশ
পেয়েছেন তারা। এখনও পুলিশের কুকুর কেনার কার্যাদেশ পাননি। স্বরাষ্ট্র
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, র্যাবের জন্য ১০টি ও পুলিশ বাহিনীর জন্য
১০টি উন্নতমানের জার্মানির কুকুর কেনা হচ্ছে। এর মধ্যে র্যাবের কুকুরগুলো
কিনতে লাগছে ৮৮ লাখ ৪১ হাজার ৩৭৪ টাকা ও পুলিশের ১০টি কুকুর কিনতে লাগছে এক
কোটি তিন লাখ ৭৯ হাজার পাঁচ শ’ ১০ টাকা। এরই মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষে
কুকুরগুলো আনতে এলসি খোলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,
র্যাবের ১০টি কুকুর কিনতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাজ পেয়েছে আজমা
ইন্টারন্যাশনাল (প্রিন্সিপাল কোম্পানি: সাংগাল মারকলিস ইন্ডাস্ট্রিয়াল
কোম্পানি লি., চায়না)। তারা জার্মানির ল্যাব্রাডোর রিট্রাইভার জাতের ছয়টি
কুকুরের জন্য ৪৮ লাখ ৭৪ হাজার ৬৬৪ টাকা ও চারটি জার্মান শেফার্ডের জন্য ৩৯
লাখ ৬৬ হাজার ৭০৯ টাকা দর উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়েছে। সব
মিলিয়ে ১০টি কুকুর কিনতে র্যাবের খরচ লাগবে প্রায় ৮৯ লাখ টাকা। সংশ্লিষ্ট
একাধিক সূত্রে জানা গেছে, কুকুর কেনার জন্য ফ্যাক্টরি অ্যাকসেপটেনস টেস্ট
(ফ্যাট) শেষ হয়েছে। র্যাবের কুকুর কেনাখাতে অর্থ বরাদ্দ রয়েছে এক কোটি
টাকা। তাই কুকুর কিনতে আর্থিক সমস্যা হবে না। এদিকে পুলিশ বাহিনীর জন্য
জার্মানির শেফার্ড ও ল্যাব্রাডোর জাতের কুকুর কিনতে গত ১লা এপ্রিল
আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। কুকুর কেনার জন্য বাজার দর যাচাই কমিটি
পর্যালোচনা করে দেখেছে, প্রতিটি ল্যাব্রাডোর জাতের কুকুরের বাজার দর দশ
থেকে ১১ লাখ টাকা ও প্রতিটি শেফার্ডের বাজার দর সাড়ে দশ থেকে সাড়ে ১১ লাখ
টাকার মধ্যে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে তিনটি কোম্পানি রেসপনসিভ হয়েছে।
এর মধ্যে স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান আজমা ইন্টারন্যাশনাল (প্রিন্সিপাল
কোম্পানি: বেঞ্চমার্ক সার্ভিসেস (ইউকে) লিমিটেড) কাজটি পেতে যাচ্ছে।
জার্মানির ল্যাব্রাডোর রিট্রাইভার জাতের ছয়টি ও জার্মানির শেফার্ড জাতের
চারটি কুকুর কিনতে এক কোটি তিন লাখ ৭৯ হাজার পাঁচ শ’ ১০ টাকা দর উল্লেখ করে
সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা
জানান, সহসাই এসব কুকুর র্যাব ও পুলিশের ডগ স্কোয়াডে যুক্ত হবে।
No comments