রোহিঙ্গা নিয়ে কিছু একটা করুন
বর্তমান সময়ের অভিবাসী সংকটে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা মুসলিমদের পক্ষে জোরালো ভূমিকা রাখার জন্য দেশটির নোবেল বিজয়ী বিরোধী নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছেন দালাইলামা। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তিব্বতের স্বাধীনতাকামী এ ধর্মীয় নেতা। এর আগে তিনি বৃহস্পতিবার অস্ট্রেলীয় একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানিয়েছেন। খবর এএফপির। দালাই লামা বলেন, ‘এটি খুবই দুঃখজনক।
মিয়ানমারের এ ইস্যুতে (রোহিঙ্গা) নোবেল বিজয়ী অং সান সু চির কিছু একটা করা উচিত।’ দারিদ্র্য এবং সংখ্যাগরিষ্ঠ চরমপন্থী বৌদ্ধদের আক্রমণের হাত থেকে বাঁচতে মিয়ানমার থেকে অবৈধ পথে নৌকায় করে অন্য দেশের উদ্দেশে পাড়ি জমায় রোহিঙ্গা মুসলিমরা। দক্ষিণ-পূর্ব সাগরে ভাসমান অবস্থায় তাদের একটি বড়সংখ্যক সম্প্রতি উদ্ধার হচ্ছে। তবে এখন পর্যন্ত গণতন্ত্রীপন্থী বিরোধী নেত্রী অং সান সু চি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। রোহিঙ্গা নিয়ে তার এ অবস্থানে সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে।
No comments