সিদ্দিকুরকে ছাপিয়ে দুলাল
দেশসেরা গলফার সিদ্দিকুর কিংবা জামাল হোসেন নয়, এশিয়ান ট্যুরের দ্বিতীয় দিনে লিডার বোর্ডের ওপরের দিকে উঠে এলেন দুলাল হোসেন। এশিয়ান ট্যুর হচ্ছে দেশে। বসুন্ধরা বাংলাদেশ ওপেন। স্বাভাবিকভাবেই সিদ্দিকুর রহমান ও জামাল হোসেনদের প্রতি প্রত্যাশার মাত্রা বেশি ছিল। কিন্তু প্রথম দুই রাউন্ডের খেলায় সে প্রত্যাশা পূরণ করতে পারেননি দেশসেরা এই দু’গলফার। ফলে স্বাগতিক বাংলাদেশের ৩১ জন গলফার এই টুর্নামেন্টে অংশ নিলেও দ্বিতীয় রাউন্ড শেষে মাত্র সাতজন এই প্রতিযোগিতায় টিকে রয়েছেন। অন্যরা ধুকতে থাকলেও শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন কেবলমাত্র দুলাল হোসেন। প্রথম রাউন্ডে না পারলেও দ্বিতীয় রাউন্ডে অবিস্মরণীয় নৈপুণ্য দেখান দুলাল। ফলে ৫০তম স্থান থেকে এক লাফে ৪৬ ধাপ উঠে আসেন তিনি। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম (১৩৬ শট) নিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নেন। দুলালের আন্ডার পার এইট পারফরম্যান্সই দ্বিতীয় রাউন্ডের সেরা পারফরম্যান্স। আর এই পারফরম্যান্সকে যে কোনো রাউন্ডে নিজের ক্যারিয়ারসেরা পারফরম্যান্স বলে জানান ২০১২ সালে পেশাদার গলফে নাম লিখানো দুলাল। তার কথায়, ‘পারের চেয়ে সাত শট কমই ছিল যে কোনো প্রতিযোগিতায় আমার আগের সেরা সাফল্য। আন্ডার পার এইট আমার ক্যারিয়ারসেরা।’ তবে দ্বিতীয় রাউন্ডে সাফল্যের পেছনে দারুণ কষ্টের অভিজ্ঞতা শোনালেন ২০১০ সালে এসএ গেমসে স্বর্ণপদক জয়ী এই গলফার। দুলাল বলেন, ‘আমার খুব কষ্ট হচ্ছে। কারণ আগের দিন বৃষ্টির কারণে প্রথম রাউন্ডের ১৮ হোলের মধ্যে ৬ হোলের খেলাই বাকি ছিল আমার। যেটা শেষ করতে আমাকে ভোর সাড়ে ৫টায় কুর্মিটোলা গলফ কোর্সে আসতে হয়েছে। আগের ছয় হোলের খেলা শেষ করে ৮টা ৪০ মিনিট থেকে আবার দ্বিতীয় রাউন্ডের খেলায় নামতে হয়েছে।’ দ্বিতীয় রাউন্ডে আটটি বার্ডি একটি ঈগল ও এক বগির দুর্দান্ত পারফরম্যান্স হলেও দিনের প্রথম ছয় হোল খেলতে পারের চেয়ে দুই শট বেশি নেন ২৫ বছর বয়সী এ গলফার। শিরোপায় চোখ রাখা দুলাল আরও বলেন, ‘ভালো করার আত্মবিশ্বাস ছিল আমার। তবে সিদ্দিকুর, জামাল, সজিবসহ যারা এখানে খেলছেন, তারাও যে কোনো সময়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখেন। আমি আজ সেটা করে দেখাতে পেরেছি। তবে আরও দুই রাউন্ড আছে সেখানে ভালো করতে হবে।’ দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি নিয়েছেন সিদ্দিকুর রহমান। দুই রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি নিয়ে যৌথভাবে ৪৪তম স্থানে রয়েছেন দেশসেরা এই গলফার। উদীয়মান গলফার সজিব আলী দুই রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি নিয়ে যৌথভাবে ৩৪তম স্থানে থাকলেও দুই রাউন্ডে পারের চেয়ে চার শট বেশি নিয়ে প্রতিযোগিতা থেকে ঝরে পড়েন জামাল হোসেন। তিন লাখ ডলার প্রাইজমানির এ আসরে পারের চেয়ে ৯ শট কম নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সিঙ্গাপুরের মরদান মামাত। তার চেয়ে এক শট কম নিয়ে লিডার বোর্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্পেনের কার্লোস পিজেম।
No comments