ভারতে মৃতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে
ভারতে স্মরণকালের ভয়াবহ দাবদাহে অসুস্থ মানুষে হাসপাতালগুলোতে উপচেপড়া ভিড় লেগেছে। এত সংখ্যক মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে তীব্র গরমে গত এক সপ্তাহে মৃতের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। কেবল অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে বুুধবার থেকে ২৪ ঘণ্টায় ২১৮ জনেরও বেশি মারা গেছে। এ নিয়ে এ দুটি রাজ্যে দাবদাহে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৪৫ জনে।
দাবদাহে যারা মারা গেছে তাদের অধিকাংশই বয়স্ক কিংবা শ্রমিক। হিটস্ট্রোক কিংবা পানিশূন্যতায় তাদের মৃত্যু ঘটছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জেলা কর্মকর্তারা জনগণকে দিনের বেলায় বাইরে না যাওয়ার ব্যাপারে পরামর্শ দিচ্ছে এবং পানীয় জাতীয় খাবার খাওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছে। পথচারীদের খাবার পানি সরবরাহ করতে অন্ধ্রপ্রদেশে পুলিশ বিভাগ প্রতিটি পুলিশ স্টেশনে পানি সরবরাহ কেন্দ্র খুলেছে। অন্ধ্র প্রদেশ সরকার প্রত্যেক মৃত ব্যক্তির জন্য ১ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে।
No comments