খালেদার সঙ্গে দেখা হল না প্রধানমন্ত্রীর
(আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোকাহত মা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শনিবার রাত সাড়ে আটটার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে পৌঁছান। কার্যালয়ের ফটকটি ভেতর থেকে বন্ধ থাকায় সেখানে দুই মিনিট অপেক্ষা করে ফিরে যান তিনি। ছবি: ফোকাস বাংলা) সমবেদনা
জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে গেলেও
ভেতরে প্রবেশ করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী
লীগের নেতারাও সেখানে ছিলেন। রাত আটটা ৩৫মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি
বহর সেখানে পৌঁছে। তবে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছার কিছুক্ষণ আগে খালেদা
জিয়ার বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, খালেদা জিয়া অসুস্থ
হওয়ায় তাকে ইনজেকশন দিয়ে ঘূম পাড়িয়ে রাখা হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর
কার্যালয়ের কর্মকর্তাদের জানানো হয়েছে। খালেদা জিয়া ঘূম থেকে জাগলে তা
প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানানো হবে এবং তখন প্রধানমন্ত্রী ইচ্ছা পোষণ
করলে আসতে পারবেন। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পৌঁছার
পর তার গাড়িবহর সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে। এসময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে
নেমে দাঁড়িয়ে ছিলেন। এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন
আমু ও তোফায়েল আহমেদ খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা
বলেন। এরপরই প্রধানমন্ত্রীর গাড়ি বহর গণভবনের উদ্দেশে রওনা হয়। গাড়ি বহর ওই
এলাকা ত্যাগ করার পর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী
উপস্থিত সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ মানবিক কারণে প্রধানমন্ত্রী খালেদা
জিয়াকে সমবেদনা জানাতে এসেছিলেন। কিন্তু তার কার্যালয়ের ফটকটি খুলে দেয়া
হয়নি। বিএনপির কেউ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনাও জানাননি। এটি সম্পূর্ণ
শিষ্টাচার বিবর্জিত।
No comments