ইয়েমেনে বিদ্রোহ, সরকারের পদত্যাগ
দেশজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতার মুখে অবশেষে পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মুনসর হাদি। পাশাপাশি প্রধানমন্ত্রী খালেদ বাহাসহ মন্ত্রিসভার সদস্যরাও পদত্যাগ করেছেন। দেশজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতার মুখে পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বুল মুনসর হাদি ও প্রধানমন্ত্রী খালেদ বাহা। রাজধানী সানাসহ বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের অব্যাহত বিক্ষোভের মুখে বৃহস্পতিবার প্রেসিডেন্ট মুনসর ও প্রধানমন্ত্রী খালেদ পদত্যাগের ঘোষণা দেন। দেশটির আরেক গুরুত্বপূর্ণ শহর এডেন এবং দক্ষিণাঞ্চলীয় চারটি প্রদেশের প্রশাসকরা দেশজুড়ে সেনা মোতায়েনের দাবি জানিয়েছিলেন। তবে ইয়েমেন পার্লামেন্ট তাদের পদত্যাগপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রেসিডেন্ট বলেছেন, হুথি বিদ্রোহীরা শান্তি চুক্তির প্রতি সম্মান প্রদর্শন না করায় তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তবে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের খবরকে স্বাগত জানিয়েছেন শিয়া বিদ্রোহীদের এক সিনিয়র নেতা। এর আগে ২ দিনের যুদ্ধ শেষে মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনের দখল নেয় হুতি যোদ্ধারা। এ সময় তারা প্রেসিডেন্টকে ভবনে অবরুদ্ধ করে প্রাসাদের নিয়ন্ত্রণ নেয়।
পরে ক্ষমতা ভাগাভাগির শর্তে ইয়েমেন সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে সাময়িক চুক্তি হয়েছে। বুধবার বিদ্রোহী যোদ্ধাদের কাছে কার্যত অবরুদ্ধ থাকে প্রেসিডেন্ট আবদ-রাব্বু মুনসর হাদী ও হুথি বিদ্রোহীদের মধ্যে এ চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সানার প্রেসিডেন্ট প্রাসাদ, প্রধানমন্ত্রী ভবন ও প্রেসিডেন্টের ব্যক্তিগত কম্পাউন্ড থেকে হুথি যোদ্ধাদের সরিয়ে নিতে সম্মত হয়েছিল শিয়াপন্থী মিলিশিয়া বিদ্রোহীরা। কিন্তু তারপরও তারা প্রেসিডেন্ট প্রাসাদ অবরুদ্ধ রাখে। বিবিসি। এর আগে, বুধবার প্রেসিডেন্ট ও আনসারুল্লাহ বাহিনীর মধ্যে দেশের চলমান সহিংসতা বন্ধের বিষয়ে সমঝোতা হয়েছিল। ১৭ জানুয়ারি প্রেসিডেন্ট চিফ অব স্টাফ আহমাদ আওয়াদ বিন মুবারককে গ্রেফতার করে আনসারুল্লাহ বাহিনী। এরপর থেকে দেশটিতে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মারাত্মক রাজনৈতিক সংকট দেখা দেয়। মার্কিন সরকারের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত রাব্বু মুনসর হাদি সরকারের সমর্থনেই ইয়েমেনে যুক্তরাষ্ট্র আল কায়দা বিরোধী অভিযান চালাচ্ছিল। কিন্তু মানসুর হাদি সরকারের পদত্যাগের পর দেশটিতে আল কায়দা বিরোধী অভিযানের ভবিষ্যত নিয়ে এখন শংকা দেখা দিয়েছে। আল-জাজিরা, রয়টার্স।
No comments