শিল্পী শাহাদাৎ হোসেনের দশম একক মৃৎশিল্প প্রদর্শনী শুরু
শিল্পী
শাহাদাৎ হোসেন মিন্টুর দশম একক মৃৎশিল্প
প্রদর্শনী গতকাল শুরু হয়েছে। সন্ধ্যায় ধানমন্ডির সাতমসজিদ রোডের তাজ-রিলি
গ্রিনের ১১তলার গ্যালারি টোয়েন্টি ওয়ান-এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
প্রদর্শনী চলবে আগামী ২৮শে জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করেন
এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান (স্থাপত্য) অধ্যাপক শামসুল
ওয়ারেস। এ সময় আরও উপস্থিত ছিলেন, শিশু সাহিত্যিক লুৎফর রহমান রিটন, সংসদ
সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি, প্রবন্ধকার আহমেদ মাজহার প্রমুখ। স্বাগত
বক্তব্যে শিল্পি শাহাদাৎ হোসেন মিন্টু বলেন, ছোটখাটো আয়োজনের মাধ্যমে
চেষ্টা করেছি আমার শিল্প কর্মগুলো ফুটিয়ে তুলতে। সবাই দেখে যদি আনন্দ পায়
তাহলেই আমার শ্রম সার্থক হবে বলে আমি মনে করি। বিশেষ অতিথির বক্তব্যে
ফজিলাতুন্নেসা বাপ্পি বলেন, শিল্পী কখনও ভান করেন না। তাদের কাছ থেকে
জীবনের সত্তা নিয়ে মানুষের জীবনে ছড়িয়ে দেয়াই সবার আকাঙ্ক্ষিত। এ ধরনের
উদ্যোগ সবসময় আনন্দময়। লুৎফর রহমান রিটন বলেন, শাহাদাতের অনিন্দ সুন্দর
শিল্প ভুবনে আমি অনেক কিছুই দেখি। অধ্যাপক শামসুর ওয়ারেস বলেন, শিল্প সবসময়
মানবিক ও মানবিকতার কথা বলে। এটি এমন একটি মাধ্যম যাতে আমরা সবাই আকৃষ্ট
হই। শিল্পী শাহাদাতের কাজের প্রশংসা করতেই হয়। তিনি অত্যন্ত যত্নসহকারে তার
শিল্পকর্মগুলো তৈরি করেছেন। শিল্পী শাহাদাৎ হোসেনের ঢ়বৎভবপঃষু রসঢ়বৎভবপঃ
প্রদর্শনীতে তার জাপানি ধিনর-ংধনর আদর্শে প্রভাবিত সর্বমোট ৫২টি শিল্পকর্ম
স্থান পেয়েছে। ঢাকায় জন্মগ্রহণকারী এ শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা
বিভাগ থেকে স্নাতক ডিগ্রি গ্রহণ শেষে যুক্তরাজ্য, জাপান ও কানাডা থেকে
মৃৎশিল্পের উপর উচ্চ শিক্ষা গ্রহণ করেন এবং এ পর্যন্ত যুক্তরাজ্য, জাপান ও
কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে ১৫টি একক ও পঞ্চাশটির ঊর্ধ্বে মৃৎশিল্পের
যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। তার শিল্পকর্ম পৃথিবীর বিভিন্ন দেশের
ব্যক্তিগত, সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন গ্যালারি এবং জাদুঘরের
সংগ্রহ শালায় রয়েছে।
No comments