গুঞ্জন শুনি
বিয়ের পর কারিনার সঙ্গে পর্দায় শহিদ কাপুরকে আবার দেখা যাবে সেটা ভাবাই যায়নি। সিনে দুনিয়ায় আবারও তারা মুখোমুখি হলেন। জুটি না বাঁধলেও ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে একসঙ্গে লেন্সের ওপারে দাঁড়িয়ে কারিনা-শহিদ। এ খবর অনেক আগেই শুনেছেন ও দেখেছেন সবাই। পাঠক মনে প্রশ্ন উঠতে পারে কারিনা-শহিদকে নিয়ে ফের কেন এই খবর! হতাশ হওয়ার কারণ নেই। নতুন খবরও আছে। শোনা যাচ্ছে, কারিনা নাকি এ ছবিটি নিয়ে খুব ‘এক্সাইটেড’। ইদানীং এই ছবির জন্য নিজেকে তৈরি করতে পাঞ্জাবি ভাষা শিখছেন তিনি। জন্মসূত্রে যদিও তিনি একজন পাঞ্জাবি।
কিন্তু তা সত্ত্বেও নবাব পরিবারের এই বেগম নাকি একেবারেই পাঞ্জাবি ভাষায় কথা বলতে পারেন না। এ ছবিতে একজন পাঞ্জাবি মহিলার চরিত্রে দেখা যাবে। সে কারণে তার অধিকাংশ সংলাপ পাঞ্জাবিতে। তাই আপাতত নিরুপায় হয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রজত সিংয়ের কাছে পাঞ্জাবি ভাষায় কথা বলা শিখতে শুরু করে দিয়েছেন কারিনা। তবে এ ভাষা শেখা ছাড়াও অন্য একটি কারণেও এক্সাইটেড বেবো। সাবেক প্রেমিকের সঙ্গে দীর্ঘদিন পর আবারও পর্দায় রসায়ন হবে কারিনার। আর এ কারণেই ছবিটিতে অভিনয় করার ব্যাপারে আগ্রহের মাত্রা অনেকটাই বেশি দেখাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে।
No comments