খালেদার সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
(বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: জি্যা ইসলাম) বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশানের কার্যালয়ে যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত আটটায় তিনি সেখানে যাবেন বলে নিশ্চিত করেছেন
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব আসিফ কবির। আজ দুপুরে খালেদা জিয়ার ছোট
ছেলে আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় মারা যান। এ খবর পেয়ে খালেদা জিয়ার
কার্যালয়ে যান বিএনপি ও ২০ দলের নেতাকর্মীরা। সেখানে অন্যন্য দলের
নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরাও সমবেদনা জানাতে যান। প্রধান দুই জোটের মধ্যে
চলমান রাজনৈতিক টানাপড়েনের মধ্যে দুই শীর্ষ নেত্রীর সাক্ষাতে রাজনীতিতে বরফ
গলতে পারে বলে মনে করছেন অনেকে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী
ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
ধানমন্ডির সুদাসদনে গিয়েছিলেন।
No comments