রাজনীতিতে নিষিদ্ধ ইংলাক
থাইল্যান্ডে
সামরিক অভ্যুত্থানে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে
অভিশংসন করেছে দেশটির সংসদ সদস্যরা। এর ফলে আগামী পাঁচ বছর কোন রাজনীতি
করতে পারবেন না তিনি। এছাড়া তার বিরুদ্ধে শিগগিরই দুর্নীতির অভিযোগ আনা হবে
বলে জানিয়েছেন থাইল্যান্ডের অ্যাটর্নি জেনারেল। এ অভিযোগ প্রমাণ হলে ১০
বছরের কারাদণ্ড হতে পারে তার। এ খবর দিয়েছে টাইম। দেশটির প্রথম মহিলা
প্রধানমন্ত্রী ইংলাক গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৩ সালে তার
সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বিরোধীরা। একপর্যায়ে ক্ষমতা দখল করে
সেনাবাহিনী। তার ভাই থাকসিন সিনাওয়াত্রাও দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রী
ছিলেন। তিনিও একটি অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ ত্যাগ করেন। গতকাল ইংলাক
সিনাওয়াত্রার বিরুদ্ধে যে অভিশংসন প্রস্তাব আনা হয়েছিল তা সামরিক জান্তা
সমর্থিত জাতীয় আইন পরিষদে ১৯০-১৮ ভোটে পাস হয়েছে। এ ঘটনাকে তার মৌলিক
অধিকার হরণ বলে আখ্যা দিয়েছেন ইয়ংলাক। বিশ্লেষকরা ধারণা করছেন, সাধারণ
জনগণের মধ্যে বেশ জনপ্রিয় ইংলাকের বিরুদ্ধে এ সিদ্ধান্তের ফলে, দেশটির গরিব
ও মধ্যবিত্ত শ্রেণীর সঙ্গে অভিজাত শ্রেণীর বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠবে।
থাই রাজপরিবার সেনা-অভ্যুথানে সমর্থন দিয়েছে। অভ্যুত্থানে নেতৃত্বদানকারী
সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট জেনারেল প্রায়ুথ ওচা রাজপরিবারের প্রতি
অনুগত থাকার কথা বহুবার উল্লেখ করেছেন। জনপ্রিয় ব্লগার ও থাই রাজনৈতিক
বিশ্লেষক সাকসিথ সাইয়াসমবুত বলেছেন, তারা বহুদিন ধরে সিনাওয়াত্রাদের
রাজনীতি থেকে নিষিদ্ধ করার চেষ্টা করে আসছে। সামরিক জান্তা ও তার সহযোগী
যা-ই করছে, তা মূলত ভবিষ্যতে তাদের কোন প্রতিপক্ষ না থাকাটা নিশ্চিত করার
প্রচেষ্টা। সিনাওয়াত্রার বিরুদ্ধে অভিশংসন ও অভিযোগ উত্থাপনের ফলে তার
সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। সাকসিথ বলেন, এর ফলে বর্তমানে বিদ্যমান
রাজনৈতিক বিভাজন আরও বৃদ্ধি পাবে। এক দশক আগে ইংলাক সিনাওয়াত্রার ভাই
থাকসিন সিনাওয়াত্রা রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে
থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। নির্বাচনে অপরাজিত থাকা
সত্ত্বেও থাকসিন সিনাওয়াত্রা সমর্থিত রাজনৈতিক দলগুলো ২০০১ থেকে দুটি
অভ্যুত্থান ও তিনটি বিতর্কিত রায়ের কারণে উৎখাত হয়েছে। থাইল্যান্ডের আইন
বিশেষজ্ঞ ও ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষক ভেরাপাত পারিয়াওং বলেন, আজ
ইয়ংলাক ‘অক্ষয় রাজনৈতিক শহীদ’ হিসেবে তার ভাইয়ের সঙ্গে যোগ দিলেন। তিনি আরও
বলেন, সিনাওয়াত্রা শিবির আসছে বছরগুলোতে কিছু জটিলতার মুখোমুখি হতে পারে।
No comments