রোগী মরুক, অপারেশন সাকসেসফুল -সুরঞ্জিত সেনগুপ্ত
তেলের
ট্যাঙ্কার দুর্ঘটনায় সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার পর সরকারের বিভিন্ন
কর্তৃপক্ষের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর
সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, চারদিন পর কাণ্ডারী-১০ গেছে।
জাহাজটাকে একটা পাড়ে নিয়া রাখছে। কিছু তেল বাচছে, আর কিছু ভাইস্যা গেছে। নৌ
মন্ত্রণালয় শুনেই করলো কি, যেই ঘটনা ঘটছে, তারা একটা তদন্ত কমিটি গঠন করে
দিলো। মুখস্থ শিখে রাখছে। যাই হোক, তদন্ত। তিনি বলেন. নেভিই একমাত্র তাদের
দক্ষতা অভিজ্ঞতা দিয়ে তেল ছড়ানো ঠেকাতে পারতো। গতকাল রাজধানীর ইনস্টিটিউশন
অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমি’ আয়োজিত এক আলোচনা
সভায় তিনি এসব কথা বলেন।
সুন্দরবনের ভেতর দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচল নিয়েও হতাশা প্রকাশ করেন
সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, “সুন্দরবন একটা বিশ্ব ঐতিহ্যের জায়গা। এ
নদীটা দিয়ে কেন যেতে হবে? এটা ছাড়াও তো আরও নদী আছে? একটু ঘুরে আসতে হতো এই
যা। এ বিপর্যয়টা জাতীয় বিপর্যয়ে সীমাবদ্ধ থাকবে না। এটা বিশ্ব পরিবেশ
বিপর্যয়ের রূপ ধারণ করবে। সুরঞ্জিত বলেন, চেয়ারম্যান সাহেব (বিআইডব্লিউটিএ)
বললেন, অসুবিধা নাই; তেল লইয়া যাইবে পাবলিকে। আর আমরা কিন্না নিমু।
ব্যাপারটা বেশি সহজীকরণ হয়ে গেলো না? পাবলিক কেমনে নিবো? কয় স্পঞ্জ দিয়া
নিবো? এ ব্যাপারটায় আরও গুরুত্ব দেয়া উচিত। বললেন, আরও খবর আছে। কি খবর?
তেল কিছু রইয়া গেছে। তার মানে কি? কেমন দাবি চিন্তা করেন, রোগী মরে মরুক।
অপারেশন সাকসেসফুল!।” বিএনপির সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন,
নির্বাচন নিয়ে খালেদা জিয়ার দৃষ্টি ঝাপসা ছিল, এখন পরিষ্কার হয়ে গেছে।
ইউরেপীয় ইউনিয়নের বক্তব্যে থলের বিড়াল বেরিয়ে গেছে। ইইউ বলে দিয়েছে,
নির্বাচন নিয়ে আমাদের কোন বক্তব্য নেই। ইইউ বলেছে, এরপর আমেরিকাও বলবে।
No comments