সারদাকাণ্ডে গ্রেফতার মমতার মন্ত্রী মদন
সারদা
আর্থিক কেলেংকারিতে জড়িয়ে দুর্নীতির অভিযোগে সিবিআইর হাতে শুক্রবার
গ্রেফতার হলেন পশ্চিমবঙ্গের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। তার
বিরুদ্ধে সিবিআই বেসরকারি আর্থিক সংস্থা সারদার কাছ থেকে অনৈতিকভাবে হুমকি
দিয়ে বিপুল পরিমাণ আর্থিক সুবিধা নেয়ার পাশাপাশি প্রতারণা ও ষড়যন্ত্রের
অভিযোগ এনেছে। গ্রেফতারের পর মন্ত্রীকে ৫ ঘণ্টা ২০ মিনিট জেরা করা হয়েছে।
আজ তাকে আলীপুর আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। ভারত স্বাধীন হওয়ার
পর বিগত ৬৪ বছরে এই প্রথম পশ্চিবঙ্গের কোনো কেবিনেট মন্ত্রীকে দুর্নীতির
অভিযোগে সিবিআই গ্রেফতার করল। স্বভাবতই মদনের গ্রেফতারে পশ্চিমবঙ্গ তথা
গোটা পূর্ব ভারতে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মদনের পাশাপাশি
এদিন গ্রেফতার হয়েছেন সারদাকর্তা সুদীপ্ত সেনের আইনজীবী নরেশ ভালোরিয়া।
এদিকে নিজের সহকর্মী মদন মিত্রকে গ্রেফতার করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পুরোটাই বিজেপির রাজনৈতিক চক্রান্ত এবং প্রতিহিংসাপরায়ণতা। দেশে স্বৈরতন্ত্র চালাচ্ছে বিজেপি।’ এরপরই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেছেন, ‘ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করো। বাংলাকে আক্রমণ করবেন না। বিজেপি ও সিবিআইয়ের এই চক্রান্তের বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠবে। সাহস থাকলে প্রতিরোধ করো।’ গ্রেফতারের পর অসুস্থ হওয়া মদন মিত্রকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করতে পারে সিবিআই। বিষয়টির উল্লেখ করে মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা আরও বলেন, ‘পিজিতে আমি মদন মিত্রকে দেখতে যাব। ক্ষমতা থাকলে আটকাও।’
মন্ত্রী গ্রেফতারে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিং বলেছেন, ‘অনেকদিন আগেই মদন মিত্রকে গ্রেফতার করা উচিত ছিল। অসুস্থতার নাম করে কার্যত পালিয়ে বেড়াচ্ছিলেন।’ নাম উল্লেখ না করে মমতার প্রতি ইঙ্গিত করে রাহুল বলেছেন, ‘মদনের পর এবার তৃণমূলের অন্য মাথারাও গ্রেফতার হবেন।’ ১৩ দিন আগে কলকাতায় এক জনসভায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিদ্ধার্থনাথ সিং ইঙ্গিত দিয়েছিলেন, সারদাকাণ্ডে পরপর গ্রেফতার হবেন মদন, মুকুল ও মমতা। সিপিএমের পলিট ব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গের বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘মুখ্যমন্ত্রী সিবিআই বা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ না করে সাহস থাকলে সুপ্রিমকোর্টে যান। আমরা জানতে চাই, কেন কোটি টাকা খরচ করে মমতার ছবি কিনেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন?’
সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজির হন মদন মিত্র। সারদা তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য অনেক আগেই তাকে হাজির হওয়ার নোটিশ পাঠিয়েছিল সিবিআই। তবে অসুস্থ থাকায় সিবিআইয়ের কাছে বেশ কিছুদিন সময় চেয়ে নেন মদনবাবু।
এদিকে নিজের সহকর্মী মদন মিত্রকে গ্রেফতার করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পুরোটাই বিজেপির রাজনৈতিক চক্রান্ত এবং প্রতিহিংসাপরায়ণতা। দেশে স্বৈরতন্ত্র চালাচ্ছে বিজেপি।’ এরপরই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেছেন, ‘ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করো। বাংলাকে আক্রমণ করবেন না। বিজেপি ও সিবিআইয়ের এই চক্রান্তের বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠবে। সাহস থাকলে প্রতিরোধ করো।’ গ্রেফতারের পর অসুস্থ হওয়া মদন মিত্রকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করতে পারে সিবিআই। বিষয়টির উল্লেখ করে মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা আরও বলেন, ‘পিজিতে আমি মদন মিত্রকে দেখতে যাব। ক্ষমতা থাকলে আটকাও।’
মন্ত্রী গ্রেফতারে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিং বলেছেন, ‘অনেকদিন আগেই মদন মিত্রকে গ্রেফতার করা উচিত ছিল। অসুস্থতার নাম করে কার্যত পালিয়ে বেড়াচ্ছিলেন।’ নাম উল্লেখ না করে মমতার প্রতি ইঙ্গিত করে রাহুল বলেছেন, ‘মদনের পর এবার তৃণমূলের অন্য মাথারাও গ্রেফতার হবেন।’ ১৩ দিন আগে কলকাতায় এক জনসভায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিদ্ধার্থনাথ সিং ইঙ্গিত দিয়েছিলেন, সারদাকাণ্ডে পরপর গ্রেফতার হবেন মদন, মুকুল ও মমতা। সিপিএমের পলিট ব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গের বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘মুখ্যমন্ত্রী সিবিআই বা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ না করে সাহস থাকলে সুপ্রিমকোর্টে যান। আমরা জানতে চাই, কেন কোটি টাকা খরচ করে মমতার ছবি কিনেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন?’
সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজির হন মদন মিত্র। সারদা তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য অনেক আগেই তাকে হাজির হওয়ার নোটিশ পাঠিয়েছিল সিবিআই। তবে অসুস্থ থাকায় সিবিআইয়ের কাছে বেশ কিছুদিন সময় চেয়ে নেন মদনবাবু।
No comments