ইতিহাস জানতে বই পড়ার বিকল্প নেই -আরেফিন সিদ্দিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মুক্তিযুদ্ধের বই মেলা শুধু ডিসেম্বর মাসে নয়, সারা বছরই আয়োজন করা প্রয়োজন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বই পাড়ার কোন বিকল্প নেই। বই পড়ার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের না জানা অনেক ঘটনা জানা যায়। আমি আশা করবো, বই পড়ার মধ্য দিয়েই জাতির সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বের হয়ে আসবে। কারণ এ ধরনের মেলা মুক্তিযুদ্ধের চেতনাকে জাতির সামনে তুলে ধরে নতুন প্রজন্মকে সামনের দিকে পথ চলতে সহায়তা করবে। গতকাল পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে জয়তী আয়োজিত মুক্তিযুদ্ধের বইমেলা উদ্বোধন করেন আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক রশীদ হায়দার। তিনি বলেন, নানা কৌশলে বিভিন্ন মহল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের বই নিয়ে এ রকম আয়োজন বিভিন্ন সময়ে এটা মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংসের একটি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে বলে আশা করি। এর মধ্য দিয়ে জাতির সামনে বাংলাদেশের ৯ মাসের অজানা কথা নতুন প্রজন্মের কাছে ভেসে উঠবে। কবি সৌমিত্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আধ্যাপক বদিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মেলা চলবে আগামী ২০শে ডিসেম্বর প্রর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮.৩০ মিটিন পর্যন্ত।
No comments