ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ
ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এ ছাত্র
সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন পাকিস্তান সরকারের চাপিয়ে দেওয়া
রাষ্ট্রভাষা 'উর্দু'র বিরুদ্ধে অবস্থান নিতেই সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে
ছাত্রলীগের যাত্রা শুরু হয়। শুরুতে অবশ্য সংগঠনটির নাম ছিল 'পূর্ব
পাকিস্তান ছাত্রলীগ'। প্রতিষ্ঠার বছরেই প্রথম রাষ্ট্রভাষা বাংলার দাবিতে
'৫২-এর ভাষা আন্দোলন, '৬২-এর শিক্ষা আন্দোলন, '৬৬-এর ছয় দফা আন্দোলন, এগারো
দফা আন্দোলন, '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭১-এ মুক্তিযুদ্ধ ও '৯০-এর
স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা,
শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। শুক্রবার
মধ্যরাতে কার্জন হলে কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়েছে। দিনটি উপলক্ষে আজ সকাল ৬টায়
সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডি
বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।
জাসদ ছাত্রলীগ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে
সমাবেশ ও র্যালির আয়োজন করবে।
No comments