কাঁকড়া

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা, ডিমা, ভবানীপুর, রাউতাড়া গ্রামের ওপর দিয়ে দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে কাঁকড়া (একধরনের মালবাহী ট্রাকটার) চলছে। প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। গতিরোধক দিয়েও এসব কাঁকড়ার গতি রোধ করা যাচ্ছে না। ফলে এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কাঁকড়ার উচ্চ শব্দে মানুষ অতিষ্ঠ। এই কাঁকড়া চলাচল করায় রাস্তার পাশে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর বালিকা বিদ্যালয় থাকায় স্কুলগামী ছেলেমেয়েদের অভিভাবকেরা বেশি আতঙ্কে আছেন। এসব কাঁকড়া মান্দা উপজেলা থেকে ইট, বালু পরিবহন করে। খোলা অবস্থায় বালু পরিবহনের সময় মানুষের চোখে এসে পড়ছে বালু। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন শিগগিরই এসব কাঁকড়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এলাকার লোকজনকে রাস্তাঘাটে নিরাপদ চলাচল নিশ্চিত করে।
সবুজ সরকার
নিয়ামতপুর, নওগাঁ।

No comments

Powered by Blogger.