চাঁদপুরে স্বরাষ্ট্রমন্ত্রী- সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তের সমাপনী শিগগির
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা-কাণ্ডের তদন্তের সমাপনী শিগগির সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি গতকাল সোমবার দুপুরে চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ তদন্ত সাপেক্ষে যারা দোষী, তাদের খুঁজে বের করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অচিরেই এই তদন্তের সমাপনী সম্পর্কে জানা যাবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন। একই দিন সকালে তিনি নারায়ণপুর ডিগ্রি কলেজের একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহামঞ্চদ শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী প্রমুখ। চার দিনের সফরে ২৬ অক্টোবর নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল সোমবার দুপুরে ঢাকার উদ্দেশে কচুয়া ত্যাগ করেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহামঞ্চদ শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী প্রমুখ। চার দিনের সফরে ২৬ অক্টোবর নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল সোমবার দুপুরে ঢাকার উদ্দেশে কচুয়া ত্যাগ করেন তিনি।
No comments