হাতকড়া পরা এড়াতে চেয়েছিলেন দমিনিক স্ত্রস কান
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস কান কূটনীতিকের মর্যাদা রক্ষার কথা বলে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেছিলেন। হাতকড়া পরানোর বিষয়টি নিয়েও তিনি প্রবল আপত্তি তোলেন। গত বৃহস্পতিবার প্রকাশিত মামলার নথির প্রতিলিপি থেকে এ কথা জানা গেছে। নিউইয়র্কের হোটেলকর্মীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে গত ১৪ মে তাঁকে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
নথির তথ্য অনুযায়ী, বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করার সময় পুলিশকে তিনি এ ক্ষমতা দেখানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে সাবেক আইএমএফ-প্রধানের কিছু কথা মামলার নথিতে প্রকাশ করা হয়। গ্রেপ্তারকালে পুলিশের সঙ্গে কথা বলার সময় কান বলেন, ‘আমার কিন্তু কূটনৈতিক নিরাপত্তা পাওয়ার অধিকার আছে।
নথির তথ্য অনুযায়ী, বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করার সময় পুলিশকে তিনি এ ক্ষমতা দেখানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে সাবেক আইএমএফ-প্রধানের কিছু কথা মামলার নথিতে প্রকাশ করা হয়। গ্রেপ্তারকালে পুলিশের সঙ্গে কথা বলার সময় কান বলেন, ‘আমার কিন্তু কূটনৈতিক নিরাপত্তা পাওয়ার অধিকার আছে।
No comments