ট্রেমলেটে গার্নারের ছায়া
মাত্র ৪২ রানের বিনিময়ে ছয়টি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কান ব্যাটিং অর্ডারকে আক্ষরিক অর্থেই ধসিয়ে দিয়েছেন ক্রিস ট্রেমলেট। তাঁর ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিনে মাত্র ১৭৭ রানেই নয় উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে সফরকারীরা। গতকাল দীর্ঘদেহী ট্রেমলেটের বাউন্স আর দুর্দান্ত লাইনলেংথ, ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি জোয়েল গার্নারের কথা মনে করিয়ে দিয়েছে ইংল্যান্ডের নতুন বোলিং কোচ ডেভিড সাকেরকে। ৬.৮ ফুট লম্বা ট্রেমলেটের মধ্যে গার্নারের ছায়া খুঁজে পাচ্ছেন এই অস্ট্রেলিয়ান বোলিং কোচ।
১৯৭০ ও ’৮০-র দশকে ব্যাটসম্যানদের মনে কাঁপন ধরিয়ে দিতেন জোয়েল গার্নার। মাত্র ৫৮টি টেস্ট খেলেই তিনি শিকার করেছিলেন ২৫৯টি উইকেট। আর মজার ব্যাপার হলো, ট্রেমলেটের মতো তিনিও ছিলেন ৬.৮ ফুট লম্বা। ট্রেমলেটের মধ্যেও গার্নারের বোলিং প্রতিভার অনেক বৈশিষ্ট্য আছে বলে মনে করছেন সাকের। গতকাল সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘জোয়েল গার্নারের সহজাত অনেক প্রতিভা আমি ট্রেমলেটের মধ্যেও দেখতে পাচ্ছি। তাঁদের দুজনই অনেক লম্বা। আর গার্নারের মতো ট্রেমলেটও বাউন্সটা খুব ভালো করে। আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তাঁর এখনও অনেক উন্নতি করতে হবে। তবে টেস্ট ক্রিকেটের জন্য সে যে একজন উপযুক্ত বোলার, সেটা সে ইতিমধ্যেই প্রমাণ করেছে। দীর্ঘদেহীরা সব সময়ই কিছু বাড়তি সুবিধা পায়। আর টেস্ট ক্রিকেটে বাউন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা তারা খুব ভালোই করতে পারে।’
১৯৭০ ও ’৮০-র দশকে ব্যাটসম্যানদের মনে কাঁপন ধরিয়ে দিতেন জোয়েল গার্নার। মাত্র ৫৮টি টেস্ট খেলেই তিনি শিকার করেছিলেন ২৫৯টি উইকেট। আর মজার ব্যাপার হলো, ট্রেমলেটের মতো তিনিও ছিলেন ৬.৮ ফুট লম্বা। ট্রেমলেটের মধ্যেও গার্নারের বোলিং প্রতিভার অনেক বৈশিষ্ট্য আছে বলে মনে করছেন সাকের। গতকাল সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘জোয়েল গার্নারের সহজাত অনেক প্রতিভা আমি ট্রেমলেটের মধ্যেও দেখতে পাচ্ছি। তাঁদের দুজনই অনেক লম্বা। আর গার্নারের মতো ট্রেমলেটও বাউন্সটা খুব ভালো করে। আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তাঁর এখনও অনেক উন্নতি করতে হবে। তবে টেস্ট ক্রিকেটের জন্য সে যে একজন উপযুক্ত বোলার, সেটা সে ইতিমধ্যেই প্রমাণ করেছে। দীর্ঘদেহীরা সব সময়ই কিছু বাড়তি সুবিধা পায়। আর টেস্ট ক্রিকেটে বাউন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা তারা খুব ভালোই করতে পারে।’
No comments