চীন-ভারত সামরিক যোগাযোগ আবারও শুরু হচ্ছে
ভারত ও চীনের মধ্যে সরাসরি সামরিক যোগাযোগ আবারও শুরু হচ্ছে। ভিসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক বছর ধরে এই যোগাযোগ বন্ধ ছিল। আগামীকাল রোববার ভারতের সেনাবাহিনীর আট সদস্যের একটি প্রতিনিধিদল ছয় দিনের সফরে চীন যাচ্ছে। সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল শুক্রবার এ তথ্য জানায়।
নাম প্রকাশ না করার শর্তে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল গুরমিত সিং। দলটি চীনের রাজধানী বেইজিং ও সে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা সফর করবে।
গত বছরের জুলাই মাসে ভারতের উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডের তৎকালীন প্রধানকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় বেইজিং। এর প্রতিবাদে প্রতিবেশী দেশটির সঙ্গে সামরিক আদান-প্রদান বন্ধ করে দেয় নয়াদিল্লি।
কাশ্মীর ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল রাজ্যের সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল গুরমিত সিং। দলটি চীনের রাজধানী বেইজিং ও সে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা সফর করবে।
গত বছরের জুলাই মাসে ভারতের উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডের তৎকালীন প্রধানকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় বেইজিং। এর প্রতিবাদে প্রতিবেশী দেশটির সঙ্গে সামরিক আদান-প্রদান বন্ধ করে দেয় নয়াদিল্লি।
কাশ্মীর ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল রাজ্যের সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে।
No comments