নাইজেরিয়ার রাজধানী আবুজায় গত বৃহস্পতিবার রাতে পুলিশের সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা ও হামলাকারী নিহত হয়েছে। এ ঘটনায় দেশটির বোকো হারাম নামে জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
পুলিশের মুখপাত্র ওলুসোলা আমোর জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তরের গাড়ি রাখার স্থানে ওই আত্মঘাতী হামলা চালানো হয়। এতে প্রাণহানি ছাড়াও ৩৩টি গাড়ি ধ্বংস হয়ে যায়। আহত হয় আরও অনেকে। এ সময় ঘটনাস্থলে বড় ধরনের ধোঁয়ার কুণ্ডলির সৃষ্টি হয়।
ওলুসোলা আমোর আরও জানান, হামলার আগে বিস্ফোরকভর্তি একটি মার্সিডিজ বেঞ্চ ব্র্যান্ডের গাড়ি পুলিশের মহাপরিদর্শকের গাড়িবহরে যোগ দেয়। গাড়িবহরটি পুলিশের সদর দপ্তরে পৌঁছার পর গাড়ি রাখার স্থানে বিস্ফোরকভর্তি গাড়িটি ঢুকে পড়ে। এর পর ওই বোমার বিস্ফোরণ ঘটে।
পুলিশের মুখপাত্র ওলুসোলা আমোর জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তরের গাড়ি রাখার স্থানে ওই আত্মঘাতী হামলা চালানো হয়। এতে প্রাণহানি ছাড়াও ৩৩টি গাড়ি ধ্বংস হয়ে যায়। আহত হয় আরও অনেকে। এ সময় ঘটনাস্থলে বড় ধরনের ধোঁয়ার কুণ্ডলির সৃষ্টি হয়।
ওলুসোলা আমোর আরও জানান, হামলার আগে বিস্ফোরকভর্তি একটি মার্সিডিজ বেঞ্চ ব্র্যান্ডের গাড়ি পুলিশের মহাপরিদর্শকের গাড়িবহরে যোগ দেয়। গাড়িবহরটি পুলিশের সদর দপ্তরে পৌঁছার পর গাড়ি রাখার স্থানে বিস্ফোরকভর্তি গাড়িটি ঢুকে পড়ে। এর পর ওই বোমার বিস্ফোরণ ঘটে।
No comments