লাশের ছবি আপাতত প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র
সংবাদ সংস্থা এএফপি বলেছে, গত সোমবার লাদেনের লাশের ছবি হিসেবে ইন্টারনেটে যে ছবিটি দেখা গেছে, সেটি আসল ছবি নয়। লাদেনের একটি ফাইল ছবিকে কম্পিউটারে সম্পাদনা করে সেটিকে তার লাশের ছবি বলে চালিয়ে দেওয়া হয়। প্রমাণ হিসেবে এএফপি আসল ও সম্পাদিত দুটি ছবিকে পাশাপাশি তুলে ধরে। এদিকে, বিভিন্ন মহল থেকে জোর দাবি জানানো সত্ত্বেও ওসামা বিন লাদেনের লাশের ছবি আপাতত প্রকাশ করা হবে না বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ছবিগুলো প্রকাশের যথার্থতা নিয়ে এখনো যথেষ্ট সংবেদনশীলতা রয়েছে। তিনি বলেন, সেই দিকটি বিবেচনা করে আপাতত এসব ছবি প্রকাশ করা হবে না।
অন্যদিকে, দক্ষিণ ক্যারোলাইনার সিনেটর গতকাল ক্যাপিটল হিলে সাংবাদিকদের বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ছবিগুলো প্রকাশ করে মানুষের মনের সন্দেহ দূর করা উচিত। এর আগে গত সোমবার রিপাবলিকান নেতা ও সিনেটর সুসাস কলিন্সও লাদেনের ছবি প্রকাশের দাবি জানান। এ ছাড়া নাইন-ইলেভেনে হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের অনেক স্বজন লাদেনের লাশের ছবি প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ছবিগুলো প্রকাশের যথার্থতা নিয়ে এখনো যথেষ্ট সংবেদনশীলতা রয়েছে। তিনি বলেন, সেই দিকটি বিবেচনা করে আপাতত এসব ছবি প্রকাশ করা হবে না।
অন্যদিকে, দক্ষিণ ক্যারোলাইনার সিনেটর গতকাল ক্যাপিটল হিলে সাংবাদিকদের বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ছবিগুলো প্রকাশ করে মানুষের মনের সন্দেহ দূর করা উচিত। এর আগে গত সোমবার রিপাবলিকান নেতা ও সিনেটর সুসাস কলিন্সও লাদেনের ছবি প্রকাশের দাবি জানান। এ ছাড়া নাইন-ইলেভেনে হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের অনেক স্বজন লাদেনের লাশের ছবি প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
No comments