ওসামার প্রতিবেশী এক কৃষককে গ্রেপ্তার করেছে পাকিস্তানের সেনারা
মার্কিন বাহিনী অ্যাবোটাবাদ শহরের যে বাড়িতে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে, সেই বাড়ির কাছ থেকে এক কৃষককে গ্রেপ্তার করেছেন পাকিস্তানের সেনাসদস্যরা। ওই কৃষকের আত্মীয় ও পুলিশ এ কথা জানিয়েছে।
ওই কৃষকের ছেলে ও প্রতিবেশীরা জানান, গত সোমবার মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের কয়েক ঘণ্টা পরই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী শমরেজ খান (৫০) নামে ওই কৃষককে গ্রেপ্তার করে। তাঁর ছেলে মোহাম্মদ কাশিম (২০) জানান, ‘কোথায় অভিযান চলেছে, তা দেখতে বাড়ির বাইরে এলে সেনারা আমার বাবাকে বন্দী করে।’
সেনাবাহিনীর সদস্যরা শমরেজকে আটক করার দৃশ্য প্রতিবেশীদের অনেকেই দেখেছে। মোহাম্মদ ইসহাক নামের এক প্রতিবেশী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে শমরেজকে চিনি। তিনি গরিব কৃষক। তিনি নিরপরাধ।
ওই কৃষকের ছেলে ও প্রতিবেশীরা জানান, গত সোমবার মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের কয়েক ঘণ্টা পরই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী শমরেজ খান (৫০) নামে ওই কৃষককে গ্রেপ্তার করে। তাঁর ছেলে মোহাম্মদ কাশিম (২০) জানান, ‘কোথায় অভিযান চলেছে, তা দেখতে বাড়ির বাইরে এলে সেনারা আমার বাবাকে বন্দী করে।’
সেনাবাহিনীর সদস্যরা শমরেজকে আটক করার দৃশ্য প্রতিবেশীদের অনেকেই দেখেছে। মোহাম্মদ ইসহাক নামের এক প্রতিবেশী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে শমরেজকে চিনি। তিনি গরিব কৃষক। তিনি নিরপরাধ।
No comments