হেলাল উদ্দিন নিজামী এসইসিতে যোগ দিয়েছেন
সদ্য নিয়োগ পাওয়া হেলাল উদ্দিন নিজামী আজ বুধবার থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) সদস্য হিসেবে যোগ দিয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক।
এসইসিতে যোগদানের পর আনুষ্ঠানিকভাবে হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘পুঁজিবাজার কারসাজি তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী এসইসি পুনর্গঠনের অংশ হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই কাজ খুবই চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ। এসইসির ভাবমূর্তি ফিরিয়ে আনা, সরকার ও জনপ্রত্যাশা পূরণ এবং বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা আমাদের প্রথম কাজ।’ এ ক্ষেত্রে পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে, তিনি অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে চাকরিরত থাকতে পারবেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মান এবং ফিন্যান্স বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী হেলাল উদ্দিন নিজামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
এসইসিতে যোগদানের পর আনুষ্ঠানিকভাবে হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘পুঁজিবাজার কারসাজি তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী এসইসি পুনর্গঠনের অংশ হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই কাজ খুবই চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ। এসইসির ভাবমূর্তি ফিরিয়ে আনা, সরকার ও জনপ্রত্যাশা পূরণ এবং বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা আমাদের প্রথম কাজ।’ এ ক্ষেত্রে পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে, তিনি অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে চাকরিরত থাকতে পারবেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মান এবং ফিন্যান্স বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী হেলাল উদ্দিন নিজামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
No comments