নিউজিল্যান্ডে টর্নেডো দুজন নিহত
নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে গতকাল মঙ্গলবার টর্নেডো আঘাত হেনেছে। এতে দুজন নিহত হয়েছে। ঝড়ের তোড়ে উড়ে যায় অনেক বাড়ির ছাদ। এ ছাড়া অনেক গাড়ি উড়ে যেতে দেখা যায়।
অকল্যান্ডের উত্তরাঞ্চলীয় আলবানি উপকণ্ঠে ওই টর্নেডো আঘাত হানে। এতে একটি বিপণিকেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টর্নেডোতে দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে টর্নেডো আঘাত হানে। এতে নিহত হয় ৩৫০ জনেরও বেশি মানুষ। ঝড়ে প্রায় ৫০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়।
নিউজিল্যান্ডে বছরে প্রায় ২০টি টর্নেডো আঘাত হানে। তবে বেশির ভাগ ঝড়ই হয় ছোট মাত্রার। এসব ঝড়ে প্রাণহানি সাধারণত হয় না। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও হয় অনেক কম।
নিউজিল্যান্ডে সবচেয়ে ভয়াবহ ঝড় আঘাত হানে ১৯৪৮ সালে। ওই সময় হ্যামিলটনে টর্নেডোর আঘাতে তিনজন নিহত ও ৮০ জন আহত হয়। ওই ঝড়ে প্রায় ২০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ২০০৪ সালে নর্থ আইল্যান্ডের তারানাকি অঞ্চলের একটি ছোট শহরে টর্নেডো আঘাত হানে। ওই ঝড়ে নিহত হয় দুজন।
অকল্যান্ডের উত্তরাঞ্চলীয় আলবানি উপকণ্ঠে ওই টর্নেডো আঘাত হানে। এতে একটি বিপণিকেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টর্নেডোতে দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে টর্নেডো আঘাত হানে। এতে নিহত হয় ৩৫০ জনেরও বেশি মানুষ। ঝড়ে প্রায় ৫০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়।
নিউজিল্যান্ডে বছরে প্রায় ২০টি টর্নেডো আঘাত হানে। তবে বেশির ভাগ ঝড়ই হয় ছোট মাত্রার। এসব ঝড়ে প্রাণহানি সাধারণত হয় না। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও হয় অনেক কম।
নিউজিল্যান্ডে সবচেয়ে ভয়াবহ ঝড় আঘাত হানে ১৯৪৮ সালে। ওই সময় হ্যামিলটনে টর্নেডোর আঘাতে তিনজন নিহত ও ৮০ জন আহত হয়। ওই ঝড়ে প্রায় ২০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ২০০৪ সালে নর্থ আইল্যান্ডের তারানাকি অঞ্চলের একটি ছোট শহরে টর্নেডো আঘাত হানে। ওই ঝড়ে নিহত হয় দুজন।
No comments