সংগীতশিল্পী পিন্টু ভট্টাচার্যের জীবনাবসান
সত্তর ও আশির দশকের জনপ্রিয় আধুনিক বাংলা গানের শিল্পী পিন্টু ভট্টাচার্য আর নেই। গতকাল সোমবার সকাল সোয়া পাঁচটায় কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ক্যানসারে ভুগছিলেন।
দীর্ঘ দুই দশক তিনি তাঁর গানে মাতিয়ে রেখেছিলেন বাঙালিকে। তাঁর গাওয়া ‘চলো না দিঘার সৈকত ছেড়ে’, ‘এক তাজমহল গড়ো’, ‘আমি চলতে চলতে থেমে গেছি’ আজও সবাইকে নাড়া দেয়। তাঁর কণ্ঠে ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ গানটি একসময় দুই বাংলাতেই অসম্ভব জনপ্রিয় হয়েছিল। গতকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
দীর্ঘ দুই দশক তিনি তাঁর গানে মাতিয়ে রেখেছিলেন বাঙালিকে। তাঁর গাওয়া ‘চলো না দিঘার সৈকত ছেড়ে’, ‘এক তাজমহল গড়ো’, ‘আমি চলতে চলতে থেমে গেছি’ আজও সবাইকে নাড়া দেয়। তাঁর কণ্ঠে ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ গানটি একসময় দুই বাংলাতেই অসম্ভব জনপ্রিয় হয়েছিল। গতকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
No comments