পাকিস্তানের জয়ের লক্ষ্য ২৭৪ রান
চরম হতাশা দিয়ে আজ ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনটা শুরু হয়েছিল পাকিস্তানের। পুরো একটি সেশন পাকিস্তানি বোলারদের হতাশায় পুড়িয়েছেন মার্টিন গাপটিল ও ব্র্যান্ডন ম্যাককালাম। উদ্বোধনী জুটিতেই ১২০ রান যোগ করে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু শুরুর দিকে কিউই শিবিরের এই উচ্ছ্বাসটা আর দিন শেষে থাকেনি। উমর গুল ও আবদুর রেহমানের অসাধারণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ২৯৩ রানেই বেঁধে ফেলে দ্বিতীয় টেস্ট জয়ের আশাটাও টিকিয়ে রেখেছে পাকিস্তান। কাল পঞ্চম দিনে ২৭৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামবে পাকিস্তান।
গতকাল পাকিস্তানকে ৩৭৬ রানেই গুটিয়ে দিয়ে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন দুই কিউই ওপেনার। আজ ১২০ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে শক্ত অবস্থায় দাঁড় করিয়েছিলেন তাঁরা। বহু সাধ্য-সাধনার পর এ বিধ্বংসী জুটিটা ভাঙেন বাঁহাতি স্পিনার আবদুর রেহমান। ৬৪ রান করে ম্যাককালাম ফিরে গেলেও আরেক ওপেনার গাপটিল তখনো খেলে যাচ্ছিলেন বেশ সাবলিলভাবেই। দ্বিতীয় উইকেট জুটিতে উইলিয়ামসনকে নিয়ে যোগ করেছিলেন ৪৬ রান। কিন্তু এ জুটিকেও খুব বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি আবদুর রেহমান। সাজঘরে ফিরিয়েছেন ৭৩ রান করা গাপটিলকে। এক ওভার পরে উইলিয়ামসনের উইকেটটাও তুলে নিয়েছেন তানভির আহমেদ। নিউজিল্যান্ডের স্কোর তখন তিন উইকেটে ১৬৬ রান। এরপর খুব অল্প সময়ের মধ্যেই জেসি রাইডার আর জেমস ফ্রাঙ্কলিনকে আউট করেছেন মোহাম্মদ হাফিজ। ষষ্ঠ উইকেটে আবার ৬০ রানের জুটি গড়ে কিউই শিবিরে কিছুটা আশা জাগিয়েছিলেন রস টেলর ও রিস ইয়ং। কিন্তু এবারও এই জুটি ভাঙেন আবদুর রেহমান। ২০ রান করে ফিরে যান ইয়ং। দিনের বাকি সময়টুকু পুরোটাই উমর গুলের। সাত ওভারের দুর্দান্ত এক স্পেলে তিনি রীতিমতো গুঁড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার। মাত্র ২৬ রানের বিনিময়ে তুলে নিয়েছেন টেলর (৫২), ভেট্টরি (১), আর্নেল (০) ও মার্টিনের (১) উইকেট। টিম সোউদি ২২ রান করে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৩৫৬
পাকিস্তান প্রথম ইনিংস ৩৭৬
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ২৯৩
মার্টিন গাপটিল ৭৩, ব্রেন্ডন ম্যাককালাম ৬৪, রস টেলর ৫২
উমর গুল ২০.৫-৪-৬১-৪, আবদুর রেহমান ৩৯-৬-১১৯-৩
গতকাল পাকিস্তানকে ৩৭৬ রানেই গুটিয়ে দিয়ে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন দুই কিউই ওপেনার। আজ ১২০ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে শক্ত অবস্থায় দাঁড় করিয়েছিলেন তাঁরা। বহু সাধ্য-সাধনার পর এ বিধ্বংসী জুটিটা ভাঙেন বাঁহাতি স্পিনার আবদুর রেহমান। ৬৪ রান করে ম্যাককালাম ফিরে গেলেও আরেক ওপেনার গাপটিল তখনো খেলে যাচ্ছিলেন বেশ সাবলিলভাবেই। দ্বিতীয় উইকেট জুটিতে উইলিয়ামসনকে নিয়ে যোগ করেছিলেন ৪৬ রান। কিন্তু এ জুটিকেও খুব বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি আবদুর রেহমান। সাজঘরে ফিরিয়েছেন ৭৩ রান করা গাপটিলকে। এক ওভার পরে উইলিয়ামসনের উইকেটটাও তুলে নিয়েছেন তানভির আহমেদ। নিউজিল্যান্ডের স্কোর তখন তিন উইকেটে ১৬৬ রান। এরপর খুব অল্প সময়ের মধ্যেই জেসি রাইডার আর জেমস ফ্রাঙ্কলিনকে আউট করেছেন মোহাম্মদ হাফিজ। ষষ্ঠ উইকেটে আবার ৬০ রানের জুটি গড়ে কিউই শিবিরে কিছুটা আশা জাগিয়েছিলেন রস টেলর ও রিস ইয়ং। কিন্তু এবারও এই জুটি ভাঙেন আবদুর রেহমান। ২০ রান করে ফিরে যান ইয়ং। দিনের বাকি সময়টুকু পুরোটাই উমর গুলের। সাত ওভারের দুর্দান্ত এক স্পেলে তিনি রীতিমতো গুঁড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার। মাত্র ২৬ রানের বিনিময়ে তুলে নিয়েছেন টেলর (৫২), ভেট্টরি (১), আর্নেল (০) ও মার্টিনের (১) উইকেট। টিম সোউদি ২২ রান করে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৩৫৬
পাকিস্তান প্রথম ইনিংস ৩৭৬
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ২৯৩
মার্টিন গাপটিল ৭৩, ব্রেন্ডন ম্যাককালাম ৬৪, রস টেলর ৫২
উমর গুল ২০.৫-৪-৬১-৪, আবদুর রেহমান ৩৯-৬-১১৯-৩
No comments