পাকিস্তানে বোমায় নিহত ১৭
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল সোমবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত ও অপর ১১ জন আহত হয়েছে। গোলযোগপূর্ণ হাঙ্গু শহরের কাছে জাওয়ারজাতে সময় নিয়ন্ত্রিত বোমার সাহায্যে সন্ত্রাসীরা এ হামলা চালায়। বার্তা সংস্থা এএফপিকে পুলিশ এসব কথা জানায়।
তবে এর আগে এক খবরে বলা হয়, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ওই মিনিবাসে ১০ কেজি বিস্ফোরক রাখা হয়েছিল।
ঘটনাস্থল থেকে জেলা পুলিশের প্রধান আবদুল রশিদ জানান, একটি বোমা নিষ্ক্রিয়কারী দলের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাসের সিলিন্ডারের কাছে বিস্ফোরকগুলোর সঙ্গে সময় নিয়ন্ত্রক ডিভাইস যুক্ত ছিল। ফলে বিস্ফোরকের সঙ্গে গ্যাসের সিলিন্ডারও বিস্ফোরিত হয়।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মাসুদ খান বলেন, এটি সন্ত্রাসী হামলা। তাঁরা ওই মিনিবাসের মালিককে খুঁজছেন।
তবে এর আগে এক খবরে বলা হয়, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ওই মিনিবাসে ১০ কেজি বিস্ফোরক রাখা হয়েছিল।
ঘটনাস্থল থেকে জেলা পুলিশের প্রধান আবদুল রশিদ জানান, একটি বোমা নিষ্ক্রিয়কারী দলের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাসের সিলিন্ডারের কাছে বিস্ফোরকগুলোর সঙ্গে সময় নিয়ন্ত্রক ডিভাইস যুক্ত ছিল। ফলে বিস্ফোরকের সঙ্গে গ্যাসের সিলিন্ডারও বিস্ফোরিত হয়।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মাসুদ খান বলেন, এটি সন্ত্রাসী হামলা। তাঁরা ওই মিনিবাসের মালিককে খুঁজছেন।
No comments