পাকিস্তানের নেতারা কর দেন না: ইমরান খান
পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং রাজনৈতিক দল তেহেরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান বলেছেন, দেশের প্রধান নেতারা কর দেন না। ফলে সামগ্রিক চাপ পড়ে সাধারণ নাগরিকের ঘাড়ে। গতকাল রোববার করাচি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইমরান খান বলেন, পুরো জাতি যেখানে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে, সেখানে পুলিশ শুধু ভিআইপিদের রক্ষায় ব্যস্ত। নামুস-ই-রিসালাত নামের একটি বিতর্কিত আইন সম্পর্কে তিনি বলেন, আইনটি নতুন কিছু নয়। ব্রিটিশ আমল থেকেই আইনটি বলবৎ রয়েছে।ইমরান খান আরও বলেন, তেলের দাম বৃদ্ধি ছাড়াও দেশে আরও অনেক সমস্যা রয়েছে। সে সম্পর্কেও মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সোচ্চার হওয়া উচিত।
ইমরান খান বলেন, পুরো জাতি যেখানে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে, সেখানে পুলিশ শুধু ভিআইপিদের রক্ষায় ব্যস্ত। নামুস-ই-রিসালাত নামের একটি বিতর্কিত আইন সম্পর্কে তিনি বলেন, আইনটি নতুন কিছু নয়। ব্রিটিশ আমল থেকেই আইনটি বলবৎ রয়েছে।ইমরান খান আরও বলেন, তেলের দাম বৃদ্ধি ছাড়াও দেশে আরও অনেক সমস্যা রয়েছে। সে সম্পর্কেও মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সোচ্চার হওয়া উচিত।
No comments