যুক্তরাষ্ট্রে গাড়িবোমা হামলার চেষ্টার সময় গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) ফাঁদে পা দিয়ে ধরা পড়েছে এক তরুণ।সে দেশের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে গাড়িবোমা হামলার চেষ্টার অভিযোগে সোমালি বংশোদ্ভূত ওই মার্কিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে।এফবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার করা ওই তরুণের নাম মোহাম্মদ ওসমান মোহামুদ (১৯)। বড়দিন সামনে রেখে অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডের উপশহরে ‘ক্রিসমাস ট্রি’তে আলোকসজ্জার এক অনুষ্ঠানে এফবিআইয়ের সরবরাহ করা নিষ্ক্রিয় বিস্ফোরকভর্তি একটি ভ্যানে বিস্ফোরণ ঘটানোর চেষ্টার সময় মোহামুদকে গ্রেপ্তার করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, গ্রেপ্তার করা মোহামুদ করভ্যালিস শহরের বাসিন্দা। তিনি গত বছরের আগস্টে দেশের বাইরের কোনো একজনের সঙ্গে ই-মেইলে যোগাযোগ শুরু করেন। পরে এএফবিআই নিশ্চিত হয়, তিনি পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছেন।ছদ্মপরিচয়ে এফবিআই মোহামুদের সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই বছরের ডিসেম্বরে জিহাদে যোগ দিতে পাকিস্তানে যাওয়ার ইচ্ছার কথা জানান।একাধিকবার যোগাযোগ করলে মোহামুদ এফবিআইকে জানান, তিনি ১৫ বছর বয়স থেকে অমুসলিমদের বিরুদ্ধে জিহাদি হামলার স্বপ্ন দেখে আসছেন। তাঁর ওই হামলার হুমকির সত্যতা যাচাই করতে এফবিআই গত শুক্রবার নিষ্ক্রিয় বিস্ফোরকভর্তি ওই ভ্যান সরবরাহ করে। এফবিআই তাঁকে সতর্ক করে দিয়ে বলে, এ ধরনের হামলায় নারী ও শিশুরা নিহত হবে। কিন্তু এতেও মোহামুদ তাঁর পরিকল্পনা থেকে সরে না আসার সংকল্প ব্যক্ত করেন।
এফবিআইয়ের অরেগন অঙ্গরাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিশেষ কর্মকর্তা আর্তুর বালিজান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘আমাদের তদন্তে দেখা গেছে, মোহামুদ বড় ধরনের নাশকতার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তাই তাঁকে ফাঁদ পেতে গ্রেপ্তার করা হয়।
এফবিআইয়ের অরেগন অঙ্গরাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিশেষ কর্মকর্তা আর্তুর বালিজান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘আমাদের তদন্তে দেখা গেছে, মোহামুদ বড় ধরনের নাশকতার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তাই তাঁকে ফাঁদ পেতে গ্রেপ্তার করা হয়।
No comments