সিয়াওবোর জন্য চেয়ার খালি রাখা হবে
২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী লিউ সিয়াওবো বা তাঁর স্ত্রী লিউ সিয়াকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া না হলে সেখানে একটি চেয়ার খালি রাখা হবে। সিয়াওবোর বন্ধু ও ভিন্নমতাবলম্বী নেতা ইয়াং জিয়ানলি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন। জিয়ানলি চীনের ভিন্নমতাবলম্বী ও নোবেল কমিটির মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করছেন।আগামী ১০ ডিসেম্বর নওয়ের রাজধানী অসলোয় নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে। লিউকে গত বছরের ডিসেম্বরে ১১ বছরের কারাদণ্ড দেন চীনের একটি আদালত। ২০০৮ সালের ‘চার্টার ২০০৮’ শিরোনামে একটি মেনিফেস্টো প্রকাশ করার দায়ে তাঁকে এই শাস্তি দেওয়া হয়। তিনি সেই কারাদণ্ড ভোগ করছেন। তাঁর স্ত্রী লিউ সিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে।বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ইয়াং জিয়ানলি জানান, গৃহবন্দী লিউ সিয়াকে অসলোয় যাওয়ার অনুমতি দিতে বেইজিংয়ের ওপর চাপ দেওয়া হচ্ছে। এ চেষ্টা ব্যর্থ হলে নোবেল কমিটি অনুষ্ঠানস্থলে খালি চেয়ার রাখবে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চীনের মানবাধিকার পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে।
চীন অভিযোগ করে আসছে, সিয়াওবো একজন সাজাপ্রাপ্ত অপরাধী। তাঁকে শান্তিতে নোবেল দেওয়ার মধ্য দিয়ে ‘অপরাধীদের’ সম্মান জানোনো হচ্ছে।
চীন অভিযোগ করে আসছে, সিয়াওবো একজন সাজাপ্রাপ্ত অপরাধী। তাঁকে শান্তিতে নোবেল দেওয়ার মধ্য দিয়ে ‘অপরাধীদের’ সম্মান জানোনো হচ্ছে।
No comments