ফিলিপাইনে শান্তি আলোচনা শুরু করতে যাচ্ছে এমআইএলএফ
ফিলিপাইনের মুসলিম বিদ্রোহীরা শান্তি আলোচনা শুরু করতে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো জানিয়েছেন, পবিত্র রমজান শেষে তিনি মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) সঙ্গে আলোচনায় বসবেন। এ ছাড়া বিদ্রোহীদের প্রধান মধ্যস্থতাকারী মোহাখের ইকবাল জানান, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় বৈঠকটি হতে পারে। এ জন্য তাঁরা একটি প্যানেলের পুনর্গঠন করেছেন। এতে অমুসলিম নৃগোষ্ঠীগুলোরও প্রতিনিধিত্ব থাকবে। চার দশক ধরে চলে আসা মুসলিমদের বিদ্রোহে দেশটিতে এক লাখ ২০ হাজার মানুষ নিহত এবং ২০ লাখ মানুষ বাস্তুহারা হয়।
No comments