জিম্বাবুয়েতে যুক্তরাষ্ট্রের চার স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার
জিম্বাবুয়ের পুলিশ যুক্তরাষ্ট্রের সন্দেহভাজন চার স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনিবন্ধিত ক্লিনিক পরিচালনা ও এইডসের অনুমোদনহীন ওষুধ বিতরণের অভিযোগ আনা হয়েছে। জিম্বাবুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আসা ওই চিকিৎসক দলে একজন চিকিৎসক, দুজন নার্স ও একজন কমিউনিটিকর্মী রয়েছেন। এ ঘটনায় জিম্বাবুয়ের দুই স্বাস্থ্যকর্মীকেও আটক করা হয়।
গতকাল সোমবার তাদের আদালতে হাজির করার কথা। বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিরা মূলত এইচআইভি পজিটিভ রোগী ও অনাথ শিশুদের দেখাশোনা করত।
স্থানীয়হেরাল্ড পত্রিকাকে পুলিশের একজন মুখপাত্র বলেন, বিনা অনুমতিতে চিকিৎসার জন্যব্যবস্থাপত্র দেওয়ায় ছয় স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আসা ওই চিকিৎসক দলে একজন চিকিৎসক, দুজন নার্স ও একজন কমিউনিটিকর্মী রয়েছেন। এ ঘটনায় জিম্বাবুয়ের দুই স্বাস্থ্যকর্মীকেও আটক করা হয়।
গতকাল সোমবার তাদের আদালতে হাজির করার কথা। বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিরা মূলত এইচআইভি পজিটিভ রোগী ও অনাথ শিশুদের দেখাশোনা করত।
স্থানীয়হেরাল্ড পত্রিকাকে পুলিশের একজন মুখপাত্র বলেন, বিনা অনুমতিতে চিকিৎসার জন্যব্যবস্থাপত্র দেওয়ায় ছয় স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে।
No comments