উ. কোরিয়ায় সহায়তা পাঠানোর ঘোষণা দক্ষিণ কোরিয়ার
উত্তর কোরিয়ার বন্যাদুর্গত এলাকায় সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। এ ছাড়া দেশটির সঙ্গে পুনরায় পরমাণু আলোচনা শুরুর সম্ভাবনার বিষয়ে কথা বলেছেন একজন মার্কিন দূত। এর আগে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় সিউল পিয়ংইয়ংকে দায়ী করলে দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়।
দক্ষিণ কোরিয়ার রেডক্রস জানায়, উত্তর কোরিয়ায় ৮৩ লাখ ডলারের সহায়তা পাঠানো হবে। সহায়তার মধ্যে থাকবে পাঁচ হাজার টন চাল, ১০ হাজার টন সিমেন্ট ও ৩০ লাখ প্যাকেট নুডলস। দেশটির রেডক্রসের প্রধান ইয়ু চোংহা জানান, চীনের সীমান্তবর্তী বন্যাদুর্গত সিনুইজু শহরে চাল পাঠানো হবে। তবে সহায়তার ব্যয়ভারের বেশির ভাগই সিউল বহন করবে বলে জানান ইয়ু। এ ছাড়া দুই দেশের বিচ্ছিন্ন পরিবারগুলোর মধ্যে পুনর্মিলনীর জন্য আগামী শুক্রবার একটি বৈঠক করারও প্রস্তাব দিয়েছেন ইয়ু। উত্তর কোরিয়াও দক্ষিণের সহায়তা নেওয়ার পাশাপাশি ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধের সময় দুই দেশের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের জন্য আহ্বান জানিয়েছে।
এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের স্বাস্থ্যজনিত সমস্যার কারণে ক্ষমতাসীন দলের সম্মেলন পিছিয়ে দেওয়া হয়েছে। দলটির নতুন নেতা নির্বাচনের জন্য সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে দক্ষিণ কোরিয়ার ওয়াইটিএন টেলিভিশন জানায়, কিমের অবস্থা অতটা খারাপ নয়, যে কারণে সম্মেলন বাতিল করতে হবে।
দক্ষিণ কোরিয়ার রেডক্রস জানায়, উত্তর কোরিয়ায় ৮৩ লাখ ডলারের সহায়তা পাঠানো হবে। সহায়তার মধ্যে থাকবে পাঁচ হাজার টন চাল, ১০ হাজার টন সিমেন্ট ও ৩০ লাখ প্যাকেট নুডলস। দেশটির রেডক্রসের প্রধান ইয়ু চোংহা জানান, চীনের সীমান্তবর্তী বন্যাদুর্গত সিনুইজু শহরে চাল পাঠানো হবে। তবে সহায়তার ব্যয়ভারের বেশির ভাগই সিউল বহন করবে বলে জানান ইয়ু। এ ছাড়া দুই দেশের বিচ্ছিন্ন পরিবারগুলোর মধ্যে পুনর্মিলনীর জন্য আগামী শুক্রবার একটি বৈঠক করারও প্রস্তাব দিয়েছেন ইয়ু। উত্তর কোরিয়াও দক্ষিণের সহায়তা নেওয়ার পাশাপাশি ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধের সময় দুই দেশের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের জন্য আহ্বান জানিয়েছে।
এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের স্বাস্থ্যজনিত সমস্যার কারণে ক্ষমতাসীন দলের সম্মেলন পিছিয়ে দেওয়া হয়েছে। দলটির নতুন নেতা নির্বাচনের জন্য সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে দক্ষিণ কোরিয়ার ওয়াইটিএন টেলিভিশন জানায়, কিমের অবস্থা অতটা খারাপ নয়, যে কারণে সম্মেলন বাতিল করতে হবে।
No comments