পাকিস্তানি অভিবাসীর বিরুদ্ধে অর্থ সরবরাহের অভিযোগ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টাইমস স্কয়ারে বোমা হামলার ষড়যন্ত্র মামলায় অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে পাকিস্তানি অভিবাসী মোহম্মদ ইউনিসের বিরুদ্ধে। তবে আইনজীবীরা বলেছেন, তিনি জেনেশুনে ওই অর্থ সরবরাহ করেননি।
গত বছরের ১ মে টাইমস স্কয়ারে গাড়িবোমা হামলার চেষ্টায় দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদ। এর আগের মাসে তাঁকে অর্থ সরবরাহ করেন ইউনিস।
মার্কিন কৌঁসুলি প্রিট ভারারা এক বিবৃতিতে বলেছেন, ‘অবৈধ অর্থ আদান-প্রদানের সঙ্গে জড়িয়ে পড়ে ইউনিস নিজের অজান্তেই একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনায় অর্থ জুগিয়েছেন।
গত বছরের ১ মে টাইমস স্কয়ারে গাড়িবোমা হামলার চেষ্টায় দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদ। এর আগের মাসে তাঁকে অর্থ সরবরাহ করেন ইউনিস।
মার্কিন কৌঁসুলি প্রিট ভারারা এক বিবৃতিতে বলেছেন, ‘অবৈধ অর্থ আদান-প্রদানের সঙ্গে জড়িয়ে পড়ে ইউনিস নিজের অজান্তেই একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনায় অর্থ জুগিয়েছেন।
No comments