কারসাজি করে ছবি প্রকাশের অভিযোগ
ওয়াশিংটনের হোয়াইট হাউসে গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার ছবি কারসাজি করে প্রকাশ করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে মিসরের সরকারি আল-আহরাম পত্রিকা। মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন, এ বিষয়টি বোঝানোর জন্য পত্রিকাটিতে ছবি বদল করে ছাপানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আল-আহরাম পত্রিকায় প্রকাশিত ছবিতে দেখা যায়, লালগালিচার ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন প্রেসিডেন্ট হোসনি মোবারক। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ফিলিস্তিন, ইসরায়েল ও জর্ডানের নেতারা তাঁর পেছনে।
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু হওয়ার সময় হোয়াইট হাউসে আসল ছবিটি তোলা হয়। মূল ছবিতে প্রেসিডেন্ট ওবামা ছিলেন সবার সামনে আর হোসনি মোবারক পেছনে।
আল-আহরাম পত্রিকার মঙ্গলবারের সংস্করণে ৬ নম্বর পৃষ্ঠায় নকল ছবিটি ছাপানো হয়। প্রচারসংখ্যার দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় পত্রিকা।
আল-আহরাম পত্রিকায় প্রকাশিত ছবিতে দেখা যায়, লালগালিচার ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন প্রেসিডেন্ট হোসনি মোবারক। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ফিলিস্তিন, ইসরায়েল ও জর্ডানের নেতারা তাঁর পেছনে।
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু হওয়ার সময় হোয়াইট হাউসে আসল ছবিটি তোলা হয়। মূল ছবিতে প্রেসিডেন্ট ওবামা ছিলেন সবার সামনে আর হোসনি মোবারক পেছনে।
আল-আহরাম পত্রিকার মঙ্গলবারের সংস্করণে ৬ নম্বর পৃষ্ঠায় নকল ছবিটি ছাপানো হয়। প্রচারসংখ্যার দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় পত্রিকা।
No comments