পাকিস্তানের জন্য জরুরি সাহায্যের আবেদন মুনের
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বন্যাদুর্গত পাকিস্তানিদের জন্য জরুরি আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছেন। সংস্থাটির দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত এক বৈঠকের উদ্বোধনকালে গত রোববার তিনি এ আহ্বান জানান। নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ প্রায় ২৫ জন শীর্ষস্থানীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। নেতারা বিপর্যস্ত পাকিস্তানের জন্য আরও সাহায্য চেয়েছেন। এর আগে জাতিসংঘ ২০০ কোটি ডলার সাহায্যের আহ্বান জানায়।
হিলারি ক্লিনটন বলেছেন, পাকিস্তানের জন্য ত্রাণসাহায্য হিসেবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ৩৪ কোটি ৫০ লাখ ডলারের সহায়তা দিয়েছে। এসব অর্থ, জরুরি ত্রাণসাহায্য ও উদ্ধারকাজ বাবদ খরচ রয়েছে।
ব্রিটেনও দ্বিগুণ সাহায্য দেওয়ার ঘোষণা করেছে এবং তা হবে ২০ কোটি ডলার। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, তারা দেবে ৩১ কোটি ৫০ লাখ ডলার। এদিকে ইরান বলেছে, পাকিস্তানের জন্য তারা ১০ কোটি ডলার বরাদ্দ করেছে। অপরদিকে চীনসহ আরও বেশ কয়েকটি দেশ আর্থিক সাহায্য বাড়ানোর পাশাপাশি জরুরি খাদ্যসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ প্রায় ২৫ জন শীর্ষস্থানীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। নেতারা বিপর্যস্ত পাকিস্তানের জন্য আরও সাহায্য চেয়েছেন। এর আগে জাতিসংঘ ২০০ কোটি ডলার সাহায্যের আহ্বান জানায়।
হিলারি ক্লিনটন বলেছেন, পাকিস্তানের জন্য ত্রাণসাহায্য হিসেবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ৩৪ কোটি ৫০ লাখ ডলারের সহায়তা দিয়েছে। এসব অর্থ, জরুরি ত্রাণসাহায্য ও উদ্ধারকাজ বাবদ খরচ রয়েছে।
ব্রিটেনও দ্বিগুণ সাহায্য দেওয়ার ঘোষণা করেছে এবং তা হবে ২০ কোটি ডলার। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, তারা দেবে ৩১ কোটি ৫০ লাখ ডলার। এদিকে ইরান বলেছে, পাকিস্তানের জন্য তারা ১০ কোটি ডলার বরাদ্দ করেছে। অপরদিকে চীনসহ আরও বেশ কয়েকটি দেশ আর্থিক সাহায্য বাড়ানোর পাশাপাশি জরুরি খাদ্যসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
No comments