গিলানির বাসভবনের সামনে শরীরে আগুন দিয়ে আত্মাহুতি
পাকিস্তানের বন্যাদুর্গত এক ব্যক্তি মুলতানে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ব্যক্তিগত বাসভবনের সামনে শরীরে আগুন লাগিয়ে আত্মাহুতি দিয়েছেন।
পুলিশ জানায়, গত রোববার মুলতানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আসেন মোহাম্মদ আকরাম নামের ওই ব্যক্তি। তিনি বাসভবনে প্রবেশ করতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দেন। এ সময় তিনি নিজের শরীরে পেট্রল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন। গুরুতর অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও আকরামের স্বজনেরা জানান, মুলতান থেকে ৯৩ মাইল পশ্চিমে জিওয়ান ওয়ালা গ্রামের বাসিন্দা তিনি। ভয়াবহ বন্যায় তাঁর বাড়ি ভেসে গেছে। চার ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি খোলা আকাশের নিচে বাস করছিলেন। গত মে মাসে আকরাম চাকরি হারিয়ে বেকার হয়ে যান। চাকরির আশায় প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তিনি সেখানেই গায়ে আগুন ধরিয়ে দেন। ওই সময় ইউসুফ রাজা গিলানি বাড়িতে ছিলেন না।
পুলিশ জানায়, গত রোববার মুলতানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আসেন মোহাম্মদ আকরাম নামের ওই ব্যক্তি। তিনি বাসভবনে প্রবেশ করতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দেন। এ সময় তিনি নিজের শরীরে পেট্রল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন। গুরুতর অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও আকরামের স্বজনেরা জানান, মুলতান থেকে ৯৩ মাইল পশ্চিমে জিওয়ান ওয়ালা গ্রামের বাসিন্দা তিনি। ভয়াবহ বন্যায় তাঁর বাড়ি ভেসে গেছে। চার ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি খোলা আকাশের নিচে বাস করছিলেন। গত মে মাসে আকরাম চাকরি হারিয়ে বেকার হয়ে যান। চাকরির আশায় প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তিনি সেখানেই গায়ে আগুন ধরিয়ে দেন। ওই সময় ইউসুফ রাজা গিলানি বাড়িতে ছিলেন না।
No comments