ছোটদের বড় কাণ্ড
ছোট দলের কাছে বড় দল হারলেই বলা হয় ‘অঘটন’। কিন্তু ঘটনাটা যদি নিয়মিতই ঘটে? বুঝে নিতে হবে, আলোর আড়ালে থাকা দলগুলো উঠে আসছে আপন মহিমায়। নতুন ফুটবল মৌসুমে এখনো পর্যন্ত ছোট দলগুলোর উঠে আসার ছবিটা খুবই স্পষ্ট।
চতুর্থ রাউন্ড শেষে বুন্দেসলিগার শীর্ষে অখ্যাত এফএসভি মেইঞ্জ। চার ম্যাচের চারটিতেই জিতেছে তারা। যার সর্বশেষ জয়টি আবার চ্যাম্পিয়নস লিগের দল ভের্ডার ব্রেমেনের বিপক্ষে।
জুভেন্টাস, এসি মিলান অনেক পেছনে। পয়েন্ট সমান ৭ হলেও গোল ব্যবধানে ইন্টার মিলানকে টপকে ইতালিয়ান সিরি ‘আ’র শীর্ষে সিরি ‘আ’তে নবাগত সেসেনা। বিস্ময়করভাবেই ফ্রান্সের লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে সেন্ট এতিঁয়ে।
এতিঁয়েকে ঠিক এফএসভি মেইঞ্জ, সেসেনার সঙ্গে মেলানো উচিত নয়। এক সময় ফরাসি লিগের দোর্দণ্ড প্রতাপ ঠিল তাদের। টানা তিন মৌসুম লিগ শিরোপা জিতেছে সোনালি অতীতে। ১৯৮২ থেকে অতলযাত্রার শুরু। ক্রমেই যেন নিজেদের অচেনা করে ফেলেছিল ফ্রেঞ্চ ক্লাবটি।
স্প্যানিশ লিগে চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়ে চমক দিয়েছে নবাগত হারকিউলিস।
চতুর্থ রাউন্ড শেষে বুন্দেসলিগার শীর্ষে অখ্যাত এফএসভি মেইঞ্জ। চার ম্যাচের চারটিতেই জিতেছে তারা। যার সর্বশেষ জয়টি আবার চ্যাম্পিয়নস লিগের দল ভের্ডার ব্রেমেনের বিপক্ষে।
জুভেন্টাস, এসি মিলান অনেক পেছনে। পয়েন্ট সমান ৭ হলেও গোল ব্যবধানে ইন্টার মিলানকে টপকে ইতালিয়ান সিরি ‘আ’র শীর্ষে সিরি ‘আ’তে নবাগত সেসেনা। বিস্ময়করভাবেই ফ্রান্সের লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে সেন্ট এতিঁয়ে।
এতিঁয়েকে ঠিক এফএসভি মেইঞ্জ, সেসেনার সঙ্গে মেলানো উচিত নয়। এক সময় ফরাসি লিগের দোর্দণ্ড প্রতাপ ঠিল তাদের। টানা তিন মৌসুম লিগ শিরোপা জিতেছে সোনালি অতীতে। ১৯৮২ থেকে অতলযাত্রার শুরু। ক্রমেই যেন নিজেদের অচেনা করে ফেলেছিল ফ্রেঞ্চ ক্লাবটি।
স্প্যানিশ লিগে চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়ে চমক দিয়েছে নবাগত হারকিউলিস।
No comments