রাজশাহীতে সোনালী ব্যাংকের অনলাইন ব্যাংকিং চালু
সোনালী ব্যাংক লিমিটেডের রাজশাহী করপোরেট শাখায় অনলাইন ব্যাংকিং চালু করা হয়েছে। এ নিয়ে সোনালী ব্যাংকের ৫৩টি শাখায় অনলাইন ব্যাংকিং চালু হলো।
ব্যাংকের মহাব্যবস্থাপক হাসান ইকবাল প্রধান অতিথি হিসেবে গত রোববার এই অনলাইন ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন।
ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মমতাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক ও জোবেদা খাতুন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাসান ইকবাল বলেন, অচিরেই এই শাখায় এটিএম বুথও চালু করা হবে।
হাসান ইকবাল আরও বলেন, রাজশাহীতে সোনালী ব্যাংকের ইসলামি ব্যাংকিং ও মার্চেন্ট ব্যাংকিং চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
এখন থেকে এই শাখার গ্রাহকেরা মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে তাৎক্ষণিকভাবে তাঁদের ব্যাংক হিসাবের স্থিতি ও সংক্ষিপ্ত হিসাববিবরণী জানতে পারবেন।
ব্যাংকের মহাব্যবস্থাপক হাসান ইকবাল প্রধান অতিথি হিসেবে গত রোববার এই অনলাইন ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন।
ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মমতাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক ও জোবেদা খাতুন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাসান ইকবাল বলেন, অচিরেই এই শাখায় এটিএম বুথও চালু করা হবে।
হাসান ইকবাল আরও বলেন, রাজশাহীতে সোনালী ব্যাংকের ইসলামি ব্যাংকিং ও মার্চেন্ট ব্যাংকিং চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
এখন থেকে এই শাখার গ্রাহকেরা মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে তাৎক্ষণিকভাবে তাঁদের ব্যাংক হিসাবের স্থিতি ও সংক্ষিপ্ত হিসাববিবরণী জানতে পারবেন।
No comments