আজ ন্যু ক্যাম্পে রোনালদিনহো
আজ আবার সেই পথে...। হ্যাঁ, আজ আবার সেই পথে ফিরছেন রোনালদিনহো। সেই পথে মানে ন্যু ক্যাম্পে। না, এসি মিলানের সঙ্গে হিসাব চুকিয়ে আবার বার্সেলোনার জার্সি গায়ে তুলছেন না রোনালদিনহো। অনেক স্মৃতিবিজড়িত বার্সেলোনায় ফিরছেন ব্রাজিলিয়ান প্লে-মেকার হুয়ান গাম্পার ট্রফিতে অংশ নিতে। ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতার সম্মানে বার্সার এই বার্ষিক আয়োজনে এবার বার্সার প্রতিপক্ষ রোনালদিনহোর বর্তমান দল এসি মিলান।
রোনালদিনহোর ক্যারিয়ারের সেরা সময় কেটেছে এখানে। এই ক্লাবে থাকতেই দুবার হয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলার। পেয়েছেন ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি, চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদও। আজ আবার ন্যু ক্যাম্পে ফিরে সেসব স্মৃতি নিশ্চয়ই মনে পড়বে রোনালদিনহোর।
অন্য সবারই যেন তা মনে পড়ে, সেই ব্যবস্থাও করে রেখেছে বার্সেলোনা। রোনালদিনহোকে সম্মান জানাতে তৈরি করা হয়েছে স্মৃতির মন্তাজ। ২০০৩ থেকে ২০০৮—এই পাঁচ বছরে বার্সেলোনার জার্সি গায়ে রোনালদিনহোর কীর্তি আজ ভেসে উঠবে ন্যু ক্যাম্প স্টেডিয়ামের বড় পর্দায়।
রোনালদিনহোর ক্যারিয়ারের সেরা সময় কেটেছে এখানে। এই ক্লাবে থাকতেই দুবার হয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলার। পেয়েছেন ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি, চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদও। আজ আবার ন্যু ক্যাম্পে ফিরে সেসব স্মৃতি নিশ্চয়ই মনে পড়বে রোনালদিনহোর।
অন্য সবারই যেন তা মনে পড়ে, সেই ব্যবস্থাও করে রেখেছে বার্সেলোনা। রোনালদিনহোকে সম্মান জানাতে তৈরি করা হয়েছে স্মৃতির মন্তাজ। ২০০৩ থেকে ২০০৮—এই পাঁচ বছরে বার্সেলোনার জার্সি গায়ে রোনালদিনহোর কীর্তি আজ ভেসে উঠবে ন্যু ক্যাম্প স্টেডিয়ামের বড় পর্দায়।
No comments