নেইমারে মুগ্ধ লুলা
নেইমারে মুগ্ধ লুলা |
ছবির লোক দুজনকে চিনতে পারছেন? দুজনের নামের শেষেই ‘ডা সিলভা’। বিশ্বাস করুন, হেসে কুটি কুটি হতে থাকা নেইমার ডা সিলভার সামনে মজা করতে থাকা লোকটি স্বয়ং ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা ডা সিলভা! কিন্তু প্রেসিডেন্টের এত আনন্দের কারণ কী?
কারণ, নেইমারের ব্রাজিলেই থেকে যাওয়া। চেলসির ৩ কোটি ৫০ লাখ পাউন্ডের প্রস্তাব পায়ে দলে সান্তোসের ছেলে নেইমার সান্তোসেই থেকে গেছেন। এতেই তরুণ এই স্ট্রাইকার এখন ব্রাজিলিয়ানদের চোখের মণি।
সাধারণ ব্রাজিলিয়ানদের কথা কী বলবেন, পরশু সাও পাওলোর এক হোটেলে নেইমারকে পেয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়ে দিলেন প্রেসিডেন্ট লুলা। ব্রাজিলের ফুটবলের প্রতি এমন দায়বদ্ধতা দেখানোয় নেইমারকে ধন্যবাদ জানালেন। সান্তোসেই খেলা চালিয়ে যাওয়ায় প্রেসিডেন্টের প্রশংসা পেলেন আরেক তরুণ ব্রাজিলিয়ান পাউলো হেনরিকে গানসোও। ফুটবলভক্ত ব্রাজিল প্রেসিডেন্ট সান্তোস ক্লাবেরও প্রশংসা করলেন এই তারকাদের ধরে রাখতে প্রাণান্ত চেষ্টা করায়।
আর বড় বার্তাটা দিলেন দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা ব্রাজিলিয়ান তারকাদের। বললেন, দেশের ঘরোয়া ফুটবলের মান বাড়াতে সবারই উচিত নেইমারের দৃষ্টান্ত অনুসরণ করা।
কারণ, নেইমারের ব্রাজিলেই থেকে যাওয়া। চেলসির ৩ কোটি ৫০ লাখ পাউন্ডের প্রস্তাব পায়ে দলে সান্তোসের ছেলে নেইমার সান্তোসেই থেকে গেছেন। এতেই তরুণ এই স্ট্রাইকার এখন ব্রাজিলিয়ানদের চোখের মণি।
সাধারণ ব্রাজিলিয়ানদের কথা কী বলবেন, পরশু সাও পাওলোর এক হোটেলে নেইমারকে পেয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়ে দিলেন প্রেসিডেন্ট লুলা। ব্রাজিলের ফুটবলের প্রতি এমন দায়বদ্ধতা দেখানোয় নেইমারকে ধন্যবাদ জানালেন। সান্তোসেই খেলা চালিয়ে যাওয়ায় প্রেসিডেন্টের প্রশংসা পেলেন আরেক তরুণ ব্রাজিলিয়ান পাউলো হেনরিকে গানসোও। ফুটবলভক্ত ব্রাজিল প্রেসিডেন্ট সান্তোস ক্লাবেরও প্রশংসা করলেন এই তারকাদের ধরে রাখতে প্রাণান্ত চেষ্টা করায়।
আর বড় বার্তাটা দিলেন দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা ব্রাজিলিয়ান তারকাদের। বললেন, দেশের ঘরোয়া ফুটবলের মান বাড়াতে সবারই উচিত নেইমারের দৃষ্টান্ত অনুসরণ করা।
No comments