মৌয়িলার ৫০তম জন্মদিন
উপহার হাতে মৌয়িলা |
সেদিন ঘটা করে উদ্যাপন করা হলো মৌয়িলার ৫০তম জন্মদিন। পশ্চিমা নিচু এলাকার বনাঞ্চলের এক মাদি গরিলা সে। ইংল্যান্ডের কেন্টের ক্যান্টারবুরিতে অবস্থিত বেসরকারি চিড়িয়াখানা হাউলেটস ওয়াইল্ড অ্যানিমেল পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলাগুলোর একটি মৌয়িলা।
জন্মদিনের অনুষ্ঠানে ছিল মৌয়িলার ছয় সঙ্গী। মৌয়িলাকে বেশ কিছু উপহার দেওয়া হয়। গরিলার উপযোগী মোড়ক দিয়ে মোড়ানো ছিল এসব উপহার। মোড়কের ভেতর খড় দিয়ে সযত্নে রাখা হয় উপহারগুলো। এই উপহারের মধ্যে খাবার ও খেলনা ছিল।
জন্মদিনের অনুষ্ঠানে ছিল মৌয়িলার ছয় সঙ্গী। মৌয়িলাকে বেশ কিছু উপহার দেওয়া হয়। গরিলার উপযোগী মোড়ক দিয়ে মোড়ানো ছিল এসব উপহার। মোড়কের ভেতর খড় দিয়ে সযত্নে রাখা হয় উপহারগুলো। এই উপহারের মধ্যে খাবার ও খেলনা ছিল।
No comments