বড় সংগ্রহ গড়ার পথে শ্রীলঙ্কা
ভারত-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টেস্টে বড় সংগ্রহ গড়ার পথে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। প্রথম দিন শেষে চার উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২৯৩ রান।
আগের দুই টেস্টে সেঞ্চুরি করা পারানাভিতানাকে তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে ভারতের পক্ষে শুরুটা ভালোই করেছিলেন ইশান্ত শর্মা। চুতর্থ ওভারে দলীয় ১৫ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান পারানাভিতানা। দ্বিতীয় উইকেট জুটিতে দিলশানের সঙ্গে জুটি বেঁধে ৮৭ রান যোগ করেন অধিনায়ক সাঙ্গাকারা। ৪১ রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন দিলশান। এরপর ৭৫ রান করে প্রশান্ত ওঝার বলে শেবাগের হাতে ধরা পড়েন সাঙ্গাকারা।
চতুর্থ উইকেট জুটিতে ৮৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন জয়াবর্ধনে ও সামারাবীরা। ৫৬ রান করে ওঝার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান জয়াবর্ধনে।
দিন শেষে সামারাবীরা ৬৫ রানে ও এঙ্গেলো ম্যাথিউ ২৬ রানে অপরাজিত আছেন।
আগের দুই টেস্টে সেঞ্চুরি করা পারানাভিতানাকে তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে ভারতের পক্ষে শুরুটা ভালোই করেছিলেন ইশান্ত শর্মা। চুতর্থ ওভারে দলীয় ১৫ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান পারানাভিতানা। দ্বিতীয় উইকেট জুটিতে দিলশানের সঙ্গে জুটি বেঁধে ৮৭ রান যোগ করেন অধিনায়ক সাঙ্গাকারা। ৪১ রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন দিলশান। এরপর ৭৫ রান করে প্রশান্ত ওঝার বলে শেবাগের হাতে ধরা পড়েন সাঙ্গাকারা।
চতুর্থ উইকেট জুটিতে ৮৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন জয়াবর্ধনে ও সামারাবীরা। ৫৬ রান করে ওঝার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান জয়াবর্ধনে।
দিন শেষে সামারাবীরা ৬৫ রানে ও এঙ্গেলো ম্যাথিউ ২৬ রানে অপরাজিত আছেন।
No comments