বড় নামের প্রয়োজন নেই ম্যানইউর!
গেল মৌসুমে শুধু লিগ কাপের ট্রফিটাই ঘরে তুলতে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার পরও নিজেদের সামর্থ্যের প্রতি এতটুকু আস্থা হারায়নি ফার্গুসনের শিষ্যরা। দলের অভিজ্ঞ কান্ডারি রায়ান গিগস তো বলেই দিলেন, বড় নামের তারকার প্রয়োজন নেই তাদের।
প্রয়োজন যে নেই, সেটা এবারের দলবদলের বাজারের দিকে তাকালেই স্পষ্ট। খেলোয়াড় কেনাবেচা চলছে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সেই কেনাবেচার বাজারে প্রায় নিশ্চুপ। নামডাক আছে, এমন তারকার দিকে ছোটেইনি। মৌসুমে মাত্র দুজন খেলোয়াড়ের সঙ্গেই নতুন করে গাঁটছড়া বেঁধেছে ইংলিশ ক্লাবটি, হাভিয়ের হার্নান্দেজ ও ক্রিস স্মালিং। ম্যানচেস্টার নগরেরই অন্য দল ম্যানচেস্টার সিটি দলবদলের বাজারে ছুটেছে টাকার বস্তা নিয়ে। ম্যানইউর সহ-অধিনায়ক গিগস বলছেন, এতে তাদের কোনো আগ্রহ নেই, ‘দলবদলের নির্ধারিত সময়ের আগে নামকরা কোনো খেলোয়াড়ের প্রয়োজন আমাদের নেই।’
বর্তমানের দল নিয়েই সন্তুষ্ট তিনি, ‘এই মুহূর্তে আমাদের অবস্থা ভালো। ভালো মানের খেলোয়াড়ই আছে আমাদের। চোট থেকেও ফিরছেন অনেকে।’ দলে যেমন তাঁর মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে, তেমনই তরুণ ফুটবলারেরও অভাব নেই। এমনই কিছু তরুণ খেলোয়াড়কে বিভিন্ন ক্লাবে ধারে খেলতে দিয়েছিল ম্যানইউ। ধারে বাইরে খেলতে যাওয়া এসব তরুণ আবার ম্যানইউতে ফিরতে শুরু করেছেন। গিগস দলের শক্তিবৃদ্ধির উৎস ভাবছেন এটাকেই, ‘আমাদের আরও কিছু খেলোয়াড় আছে, যাদের ধারে বাইরে খেলতে দেওয়া হয়েছিল। তারা ফিরলেই দল শক্তিশালী হবে।’
প্রয়োজন যে নেই, সেটা এবারের দলবদলের বাজারের দিকে তাকালেই স্পষ্ট। খেলোয়াড় কেনাবেচা চলছে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সেই কেনাবেচার বাজারে প্রায় নিশ্চুপ। নামডাক আছে, এমন তারকার দিকে ছোটেইনি। মৌসুমে মাত্র দুজন খেলোয়াড়ের সঙ্গেই নতুন করে গাঁটছড়া বেঁধেছে ইংলিশ ক্লাবটি, হাভিয়ের হার্নান্দেজ ও ক্রিস স্মালিং। ম্যানচেস্টার নগরেরই অন্য দল ম্যানচেস্টার সিটি দলবদলের বাজারে ছুটেছে টাকার বস্তা নিয়ে। ম্যানইউর সহ-অধিনায়ক গিগস বলছেন, এতে তাদের কোনো আগ্রহ নেই, ‘দলবদলের নির্ধারিত সময়ের আগে নামকরা কোনো খেলোয়াড়ের প্রয়োজন আমাদের নেই।’
বর্তমানের দল নিয়েই সন্তুষ্ট তিনি, ‘এই মুহূর্তে আমাদের অবস্থা ভালো। ভালো মানের খেলোয়াড়ই আছে আমাদের। চোট থেকেও ফিরছেন অনেকে।’ দলে যেমন তাঁর মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে, তেমনই তরুণ ফুটবলারেরও অভাব নেই। এমনই কিছু তরুণ খেলোয়াড়কে বিভিন্ন ক্লাবে ধারে খেলতে দিয়েছিল ম্যানইউ। ধারে বাইরে খেলতে যাওয়া এসব তরুণ আবার ম্যানইউতে ফিরতে শুরু করেছেন। গিগস দলের শক্তিবৃদ্ধির উৎস ভাবছেন এটাকেই, ‘আমাদের আরও কিছু খেলোয়াড় আছে, যাদের ধারে বাইরে খেলতে দেওয়া হয়েছিল। তারা ফিরলেই দল শক্তিশালী হবে।’
No comments