লিভারপুল কিনতে চান চাইনিজ ব্যবসায়ী
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব লিভারপুল কেনার প্রস্তাব দিয়েছেন চিনের ব্যবসায়ী কেনি হুয়াং। বর্তমানে ক্লাবটি একটি ব্রিটিশ ব্যাংকের কাছে ৩৭৪ মিলিয়ন ডলার ঋণগ্রস্ত অবস্থায় আছে। এর সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, হুয়াং ক্লাবটি কেনার ব্যাপারে স্কটল্যান্ডের রয়্যাল ব্যাংকের সঙ্গে কথাবার্তা বলছেন। তবে হুয়াং এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
হুয়াং বর্তমানে চীনের বাস্কেটবল লিগ ও বেসবল লিগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
লিভারপুলের বর্তমান দুই আমেরিকান মালিক টম হিকস ও জর্জ গিলেট ২০০৭ সালে ৪৩১ মিলিয়ন ডলার দিয়ে ক্লাবটি কিনেছিলেন।
লিভারপুলের কোচ রয় হজসন যত দ্রুত সম্ভব এই অনিশ্চয়তা দূর করার জন্য ক্লাবের কর্তৃপক্ষকে তাগাদা দিয়েছেন।
হুয়াং বর্তমানে চীনের বাস্কেটবল লিগ ও বেসবল লিগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
লিভারপুলের বর্তমান দুই আমেরিকান মালিক টম হিকস ও জর্জ গিলেট ২০০৭ সালে ৪৩১ মিলিয়ন ডলার দিয়ে ক্লাবটি কিনেছিলেন।
লিভারপুলের কোচ রয় হজসন যত দ্রুত সম্ভব এই অনিশ্চয়তা দূর করার জন্য ক্লাবের কর্তৃপক্ষকে তাগাদা দিয়েছেন।
No comments