আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ওলন্দাজ সেনা
আফগানিস্তান থেকে ওলন্দাজ সেনা প্রত্যাহার করা হচ্ছে। গতকাল রোববার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কাছে তাঁদের দায়িত্ব হস্তান্তর করার কথা। আফগান যুদ্ধে নেদারল্যান্ডের এক হাজার ৯৫০ জন সেনা চার বছর বেশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
ডাচ্ সেনাবাহিনীর প্রধান জেনারেল পিটার ভ্যান উম সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উরুজগান প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে তিনি স্বীকার করেন, সেনা প্রত্যাহারের পর অনেক কিছু ঘটতে পারে।
ন্যাটো অবশ্য পরিস্থিতির তাৎপর্যপূর্ণ উন্নতির বিষয়টি নাকচ করেছে। বিশ্লেষকেরা বলছেন, আফগানিস্তানে জোট বাহিনী এখন স্পর্শকাতর সময় পার করছে। তাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। তাদের কৌশল নিয়েও রয়েছে সংশয়।
ডাচ্ সেনাবাহিনীর প্রধান জেনারেল পিটার ভ্যান উম সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উরুজগান প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে তিনি স্বীকার করেন, সেনা প্রত্যাহারের পর অনেক কিছু ঘটতে পারে।
ন্যাটো অবশ্য পরিস্থিতির তাৎপর্যপূর্ণ উন্নতির বিষয়টি নাকচ করেছে। বিশ্লেষকেরা বলছেন, আফগানিস্তানে জোট বাহিনী এখন স্পর্শকাতর সময় পার করছে। তাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। তাদের কৌশল নিয়েও রয়েছে সংশয়।
No comments