ইরানে ভিক্ষুকের আয় নিম্ন বেতনভোগী কর্মকর্তার পাঁচ গুণ!
ইরানের রাজধানী তেহরানের ভিক্ষুকেরা মাসে এক হাজার ৫০০ ডলার আয় করেন। তাঁদের এই আয় ইরানের নিম্ন বেতনভোগী কর্মকর্তাদের পাঁচ গুণ। ইরানের সরকারি বার্তা সংস্থা ‘মেহের’ গতকাল মঙ্গলবার এ কথা জানায়।
তেহরান পৌরসভার সমাজসেবা কর্মকর্তা সাদেগ আভভালির উদ্ধৃতি দিয়ে মেহের জানায়, তেহরানের ভিক্ষুকেরা দিনে কমপক্ষে ৫০ ডলার বা মাসে এক হাজার ৫০০ ডলার আয় করেন। এসব ভিক্ষুকেরা গ্রাম বা দূরের কোনো শহর থেকে আসেন। নারী ও শিশুসহ অন্য ভিক্ষুকেরা তেহরান এবং অন্য বড় শহরগুলোয় নিয়মিত ভিক্ষা করেন
তেহরান পৌরসভার সমাজসেবা কর্মকর্তা সাদেগ আভভালির উদ্ধৃতি দিয়ে মেহের জানায়, তেহরানের ভিক্ষুকেরা দিনে কমপক্ষে ৫০ ডলার বা মাসে এক হাজার ৫০০ ডলার আয় করেন। এসব ভিক্ষুকেরা গ্রাম বা দূরের কোনো শহর থেকে আসেন। নারী ও শিশুসহ অন্য ভিক্ষুকেরা তেহরান এবং অন্য বড় শহরগুলোয় নিয়মিত ভিক্ষা করেন
No comments