রিয়ালের সমালোচনায় রোনালদো
রিয়াল মাদ্রিদ জিতল, শিরোপা-স্বপ্নও বেঁচে থাকল। কিন্তু এই বেঁচে থাকাটা যেভাবে হলো সেটা ঠিক পছন্দ হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। গত রোববার ওসাসুনার বিপক্ষে ড্র করতে করতে ৮৯ মিনিটে জয়সূচক গোলের দেখা পেয়েছে রিয়াল। একের জায়গায় পুরো তিন পয়েন্ট এনে দিয়ে বার্সেলোনাকে নাগালের মধ্যে রেখেছেন যিনি, রিয়াল মাদ্রিদের ত্রাতারূপে আবির্ভূত হওয়া সেই রোনালদো সমালোচনায় মুখর হয়েছেন গোটা দলের।
‘পুরো দলই খুব খারাপ খেলেছে’—রাখঢাক না রেখেই বলে দিলেন ওসাসুনার বিপক্ষে জোড়া গোল করা রোনালদো। তাঁর শেষ মুহূর্তের গোলেই জয়ের দেখা পেয়েছে রিয়াল। বাকিটা সময় ধরে ড্রয়ের আতঙ্কে ভুগতে থাকার জন্য রক্ষণভাগকে দায়ী করেছিলেন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। রোনালদাও বেশি দায় চাপালেন ওই রক্ষণের ওপরই, ‘ওসাসুনাকে এভাবে গোল করতে দেওয়া ঠিক হয়নি আমাদের।
‘পুরো দলই খুব খারাপ খেলেছে’—রাখঢাক না রেখেই বলে দিলেন ওসাসুনার বিপক্ষে জোড়া গোল করা রোনালদো। তাঁর শেষ মুহূর্তের গোলেই জয়ের দেখা পেয়েছে রিয়াল। বাকিটা সময় ধরে ড্রয়ের আতঙ্কে ভুগতে থাকার জন্য রক্ষণভাগকে দায়ী করেছিলেন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। রোনালদাও বেশি দায় চাপালেন ওই রক্ষণের ওপরই, ‘ওসাসুনাকে এভাবে গোল করতে দেওয়া ঠিক হয়নি আমাদের।
No comments